পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাতা না দেখেই নম্বর ! সাংবাদিকতা বিভাগে তালা ঝোলানোর হুমকি যাদবপুরের পড়ুয়াদের - JADAVPUR UNIVERSITY

সোমবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে তালা ঝোলানোর হুমকি দিলেন পড়ুয়ারা ৷

ETV BHARAT
সাংবাদিকতা বিভাগে তালা ঝোলানোর হুমকি যাদবপুরের পড়ুয়াদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 10:30 AM IST

কলকাতা, 24 নভেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে সোমবার থেকে তালা ঝোলানোর হুমকি দিলেন পড়ুয়ারা । একাধিকবার অনিয়মের অভিযোগ তুলে তাঁরা ক্লাস বয়কটেরও ডাক দিয়েছেন ৷ যতক্ষণ না অভিযুক্ত অধ্যাপকদের সাসপেন্ড করা হচ্ছে, ততক্ষণ বিভাগের সব কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে ৷ যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সোমবার অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তাঁকে শোকজ করা হবে । তবে পড়ুয়াদের দাবি, শোকজ নয়, সাসপেন্ড করতে হবে অভিযুক্তদের ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ইন্টারনাল পরীক্ষার খাতা না দেখেই নম্বর বসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । 50 জনের খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ তুলেছেন পড়ুয়ারা । অভিযোগের তির এক অধ্যাপকের বিরুদ্ধে । তাঁকে শোকজ করা হয়েছে । তবে শুধু ইন্টারনাল নয়, এবার একই অভিযোগ উঠেছে এক্সটারনাল পরীক্ষার ক্ষেত্রেও । সেখানেও সিমেস্টারের খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ করেন পড়ুয়ারা । বিষয়টি জানাজানি হওয়ার পরই তাঁরা এক্সটারনাল সিমেস্টারের খাতা দেখানোর দাবি তোলেন অন্তর্বর্তী উপাচার্যের কাছে ।

তার পরেই সিদ্ধান্ত হয়, শুক্রবার সেই পরীক্ষার খাতা পরীক্ষার্থীদের দেখানো হবে । সেই মতো শুক্রবার বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তী সেই খাতা দেখান । সেই সময় উপস্থিত ছিলেন স্বাধীন পর্যবেক্ষক তথা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ইমনকল্যাণ লাহিড়ী, ডিন এবং পড়ুয়াদের দুই প্রতিনিধি ।

খাতা দেখার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়া বলেন, "বেশকিছু জায়গায় গড়ে নম্বর দেওয়া হয়েছে । বহু জায়গায় আবার শিক্ষকের সই নেই । আমাদের বলা হয়েছে এই অধ্যাপককে শোকজ করা হবে । কিন্তু আমাদের দাবি সাসপেন্ড করতে হবে । তাই সাসপেন্ড করা না হলে আমার সোমবার থেকে বিভাগে তালা লাগিয়ে দেব ।" আর এরকমটা ফলে সমস্ত অফিসিয়াল কাজকর্ম বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, "এই অভিযোগ খুবই গুরুতর ৷ আমরা এর আগের অভিযোগটি নিয়ে বৈঠক করেছি ৷ অভিযোগ খতিয়ে দেখা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details