কলকাতা, 24 নভেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে সোমবার থেকে তালা ঝোলানোর হুমকি দিলেন পড়ুয়ারা । একাধিকবার অনিয়মের অভিযোগ তুলে তাঁরা ক্লাস বয়কটেরও ডাক দিয়েছেন ৷ যতক্ষণ না অভিযুক্ত অধ্যাপকদের সাসপেন্ড করা হচ্ছে, ততক্ষণ বিভাগের সব কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে ৷ যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সোমবার অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । তাঁকে শোকজ করা হবে । তবে পড়ুয়াদের দাবি, শোকজ নয়, সাসপেন্ড করতে হবে অভিযুক্তদের ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ইন্টারনাল পরীক্ষার খাতা না দেখেই নম্বর বসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । 50 জনের খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ তুলেছেন পড়ুয়ারা । অভিযোগের তির এক অধ্যাপকের বিরুদ্ধে । তাঁকে শোকজ করা হয়েছে । তবে শুধু ইন্টারনাল নয়, এবার একই অভিযোগ উঠেছে এক্সটারনাল পরীক্ষার ক্ষেত্রেও । সেখানেও সিমেস্টারের খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ করেন পড়ুয়ারা । বিষয়টি জানাজানি হওয়ার পরই তাঁরা এক্সটারনাল সিমেস্টারের খাতা দেখানোর দাবি তোলেন অন্তর্বর্তী উপাচার্যের কাছে ।