কলকাতা, 23 ফেব্রুয়ারি: আগামিকাল, অর্থাৎ সোমবার প্রথম চিকিৎসকদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । সেখানে আরজি করের ঘটনা, স্বাস্থ্যক্ষেত্রের একাধিক সমস্যার কথা তাঁরা উল্লেখ করেছেন । ছুড়ে দিয়েছেন একাধিক প্রশ্ন ৷
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুকে স্মরণ করে এই চিঠি শুরু করেছেন আন্দোলনকারী সিনিয়র চিকিৎসকরা । হাসপাতালগুলিতে কাজ করার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা । পাশাপাশি তাঁরা চিঠিতে উল্লেখ করেছেন যে, দোষীদের শাস্তি দেওয়ার বদলে দেওয়া হচ্ছে সুবিধা । জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদের বিষয়টিও ।
চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, চিঠিতে তাঁরা লিখেছেন যে, "দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ বন্ধ । শুধুমাত্র চিকিৎসকদের উপরে ডিউটির ঘণ্টার বেত্রাঘাত নামিয়ে, প্র্যাকটিস/নন-প্র্যাকটিসের রহস্যবৃত্তে ঘুরপাক খাইয়ে এবং কিছু কল্পনাবিলাসী আদর্শ ব্যবস্থাসূলভ প্রশাসনিক নির্দেশনামা তৈরির মাধ্যমে, কোনও মৌলিক পরিবর্তন আনার প্রচেষ্টা চূড়ান্ত অবৈজ্ঞানিক আমলাতান্ত্রিক ভাবনার শূন্যগর্ভ ফসল । যার প্রকৃত বাস্তবায়ন প্রায় অসম্ভব । চিকিৎসকদের পরিষেবার গুণগত চরিত্রকে আর পাঁচজন আমলার শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে নিদান হাঁকার সঙ্গে সমতুল করে দেখা বাস্তব বিবর্জিত ও অবিবেচনাপ্রসূত । তাই জরুরি হল, মূলগত কারণ বিশ্লেষণ ও স্থায়ী সমাধান সূত্রাবলী নির্ধারণ ।"