পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল-ঘনিষ্ঠ জয়ন্ত পুলিশের খাতায় গুন্ডা, বারংবার গ্রেফতার; বিবৃতি রাজ্য সরকারের - Alapan on Jayanta Singh - ALAPAN ON JAYANTA SINGH

Ariadaha Assault Case Accused Jayanta Singh: আড়িয়াদহের গ্য়াং লিডার জয়ন্ত সিং অপরাধী ৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে জানালেন রাজ্যের পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজিপি আইন-শৃঙ্খলা মনোজ বর্মা ৷

Ariadaha Assault Master Mind Jayanta Singh
আড়িয়াদহের বেতাজ বাদশা জয়ন্ত সিং (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 5:20 PM IST

Updated : Jul 11, 2024, 7:51 PM IST

কলকাতা, 11 জুলাই: পুলিশের হাতে বারংবার গ্রেফতার হয়েছে অভিযুক্ত জয়ন্ত সিং, জানাল রাজ্য সরকার ৷ 2016 সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আড়িয়াদহের বেতাজ বাদশা যে অপরাধী, তা সাফ জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন ডিজিপি আইন-শৃঙ্খলা মনোজ বর্মা ৷

আড়িয়াদহ কাণ্ডের ভাইরাল ভিডিয়ো এবং অভিযুক্ত জয়ন্ত সিং (ইটিভি ভারত)

এদিন এই বৈঠকে তিনটি বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি আইন-শৃঙ্খলা মনোজ বর্মা ৷ তাঁরা বলেন, "বেলঘরিয়া থানার তালতলা ক্লাবের যে ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমে চর্চা হচ্ছে, সে বিষয়ে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে ৷" এরপর আলাপন বলেন, "প্রথমত, ঘটনাটি তিন বছর আগের মার্চ, 2021 সালের ৷ দ্বিতীয়ত, নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি, ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ, মহিলা নন ৷ তাঁর সম্পর্কে বহু সংবাদমাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা ৷ পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে, এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ ৷ রাজ্য সরকারকে যাকে ভুল তথ্য বলছে, তিনি মহিলা নন ৷"

তৃতীয়ত পয়েন্টে আলাপন বন্দ্যোপাধ্যায় জয়ন্ত সিংহের সম্পর্কে বলেন, "অভিযুক্ত জয়ন্ত সিংকে পুলিশ বারংবার গ্রেফতার করেছে ৷ 2016 সাল থেকে অন্ততপক্ষে 5 বার 5টি মামলায় গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং ৷ পুলিশের তথ্য অনুসারে, সে গুন্ডা হিসেবে পরিচিত ৷ বারংবার গ্রেফতার হয়েছেন, বিভিন্ন মামলায় ৷"উল্লেখ্য সম্প্রতি তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তাঁর ছেলের সঙ্গে অভিযুক্ত জয়ন্তের ছবি প্রকাশ্যে আসে ৷ একই মঞ্চে জয়ন্ত সিং ও সাংসদ সৌগত রায় রয়েছেন, এমন ছবিও ভাইরাল হয় ৷ এরপরই রাজ্য সরকার বিবৃতি দিয়ে স্পষ্ট করল যে, জয়ন্ত সিং পুলিশের খাতায় গুন্ডা ৷

তাঁর কথায় উঠে আসে সাম্প্রতিক উপনির্বাচনের প্রসঙ্গও ৷ মুখ্য উপদেষ্টা বলেন, "সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিল, সেই সময় 3 বছরের পুরনো একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে, তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন ৷"

এছাড়া একটি জমিবিবাদকে অহেতুক রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন রাজ্য সরকারের তরফে আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ ডিজি (আইন ও শৃঙ্খলা) মনোজ বার্মা বলেন, "খাতরা থানা এলাকায় একটি জমি বিবাদের ঘটনা ঘটে 9 জুলাই ৷ দু'জন প্রতিবেশীর মধ্যে ঝামেলা ছিল ৷ কেউ একজন গাছ কাটতে গেলে, তা নিয়ে গণ্ডগোল বাধে ৷ তাতে দুর্ভাগ্যজনকভাবে একজনের মৃত্যু হয় ৷ সেদিনই পুলিশ 3 জনকে গ্রেফতার করে ৷ তবে সোশাল মিডিয়ায় এ নিয়ে কিছু প্রচার হচ্ছে ৷ তবে এটাই ঘটনা ৷"

জয়ন্ত সিংহকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া নিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের কাছে হুমকি ফোন আসে ৷ সেই বিষয়ে পুলিশের শীর্ষ আধিকারিক জানান, এই ঘটনাটি নিয়ে তদন্ত হচ্ছে ৷

Last Updated : Jul 11, 2024, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details