কলকাতা, 11 জুলাই: পুলিশের হাতে বারংবার গ্রেফতার হয়েছে অভিযুক্ত জয়ন্ত সিং, জানাল রাজ্য সরকার ৷ 2016 সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আড়িয়াদহের বেতাজ বাদশা যে অপরাধী, তা সাফ জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন ডিজিপি আইন-শৃঙ্খলা মনোজ বর্মা ৷
এদিন এই বৈঠকে তিনটি বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি আইন-শৃঙ্খলা মনোজ বর্মা ৷ তাঁরা বলেন, "বেলঘরিয়া থানার তালতলা ক্লাবের যে ঘটনাটি নিয়ে সংবাদমাধ্যমে চর্চা হচ্ছে, সে বিষয়ে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে ৷" এরপর আলাপন বলেন, "প্রথমত, ঘটনাটি তিন বছর আগের মার্চ, 2021 সালের ৷ দ্বিতীয়ত, নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি, ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ, মহিলা নন ৷ তাঁর সম্পর্কে বহু সংবাদমাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা ৷ পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে, এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ ৷ রাজ্য সরকারকে যাকে ভুল তথ্য বলছে, তিনি মহিলা নন ৷"
তৃতীয়ত পয়েন্টে আলাপন বন্দ্যোপাধ্যায় জয়ন্ত সিংহের সম্পর্কে বলেন, "অভিযুক্ত জয়ন্ত সিংকে পুলিশ বারংবার গ্রেফতার করেছে ৷ 2016 সাল থেকে অন্ততপক্ষে 5 বার 5টি মামলায় গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং ৷ পুলিশের তথ্য অনুসারে, সে গুন্ডা হিসেবে পরিচিত ৷ বারংবার গ্রেফতার হয়েছেন, বিভিন্ন মামলায় ৷"উল্লেখ্য সম্প্রতি তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তাঁর ছেলের সঙ্গে অভিযুক্ত জয়ন্তের ছবি প্রকাশ্যে আসে ৷ একই মঞ্চে জয়ন্ত সিং ও সাংসদ সৌগত রায় রয়েছেন, এমন ছবিও ভাইরাল হয় ৷ এরপরই রাজ্য সরকার বিবৃতি দিয়ে স্পষ্ট করল যে, জয়ন্ত সিং পুলিশের খাতায় গুন্ডা ৷