পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার প্রথম হতে চলেছে 'জলপাইগুড়ি উৎসব', কবে কী অনুষ্ঠান ? - JALPAIGURI UTSAV

এ বছর প্রথমবার হতে চলেছে 'জলপাইগুড়ি উৎসব' ৷ শুরু হবে আগামী 22 জানুয়ারি ৷ চবে 25 জানুয়ারি পর্যন্ত ৷

ETV BHARAT
এবার হবে প্রথম 'জলপাইগুড়ি উৎসব' (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2025, 3:24 PM IST

জলপাইগুড়ি, 10 জানুয়ারি:আগামী 22 জানুয়ারি থেকে হতে চলেছে 'জলপাইগুড়ি উৎসব'। জলপাইগুড়ি জেলা প্রশাসন ও জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে প্রথম জলপাইগুড়ি উৎসব হতে চলেছে । বৃহস্পতিবার জলপাইগুড়ি উৎসবের লোগো প্রকাশ করা হয় ।

জেলাশাসকের দফতরে সাংবাদিক সম্মেলন করে জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন ও পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, আগামী 22 তারিখ থেকে শুরু হয়ে 25 তারিখ পর্যন্ত জলপাইগুড়ি উৎসব চলবে । 22 তারিখ বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গানের অনুষ্ঠান রয়েছে । 23 তারিখ সঙ্গীতশিল্পী প্রস্মিতা পাল অনুষ্ঠান করবেন । আর 24 তারিখ জলপাইগুড়ি উৎসবে অনুষ্ঠান পরিবেশন করতে আসবেন অ্যালবার্ট কাবো ।

এবার প্রথম হতে চলেছে 'জলপাইগুড়ি উৎসব' (নিজস্ব ভিডিয়ো)

জেলাশাসক শামা পারভিন জানান, "প্রথববার জলপাইগুড়ি উৎসব করতে চলেছি । 22 জানুয়ারি থেকে জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে অনুষ্ঠান হবে । 23 জানুয়ারি হ্যাপি স্ট্রিটের আয়োজন করা হয়েছে । যোগা, জুম্বা, ডগ শোর আয়োজন করা হয়েছে । তাছাড়া 25 তারিখ ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে আমরা অনুষ্ঠান করব । জলপাইগুড়ি উৎসবের যারা বেশি প্রচার করবে তাদের পুরস্কৃত করা হবে ।"

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানান, "চারদিনের অনুষ্ঠান হবে । স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান মঞ্চ দেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন । 25 তারিখ জলপাইগুড়ি রান অনুষ্ঠিত হবে । 10 কিলোমিটার, 5 কিলোমিটারের দৌড় হবে । হেরিটেজ টাউনকে তুলে ধরব । ওয়াক ফর ফান থাকবে, বাচ্চারাও অংশ নিতে পারবে । জলপাইগুড়ি রান, জাতীয় ভোটার ডে ও সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করা হবে ।আগামিকাল থেকে ম্যারাথনের রেজিস্ট্রেশন করা হবে ।"

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ জানান, জেলা প্রশাসন ও জেলা পুলিশ জলপাইগুড়ি উৎসব করার যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত আনন্দের খবর । উৎসবের লোগো উন্মোচন হল । জেলার পর্যটন, শিল্প, সংস্কৃতি তুলে ধরা হবে । এদিন জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, মহুয়া গোপ, পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়-সহ জেলা প্রশাসনের কর্তারা ।

ABOUT THE AUTHOR

...view details