শিলিগুড়ি, 6 জুলাই: "মুখ্যমন্ত্রীর একটা অর্ডারের পরই ডাবগ্রাম ফুলবাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তবে তিনি ঠিকই নীতি নিয়েছেন।" শনিবার এমনটাই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল জমিকান্ডে ধৃত ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামী। এদিন তাঁকে মাটিগাড়া থানা থেকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে । তবে প্রথমে তাঁর গ্রেফতারি ও তারপর বিতর্কিত মন্তব্যের জেরে রাজনৈতিকমহলে শোরগোল পরে গিয়েছে। এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে তার পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।
এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম গোস্বামী বলেন, "দলের প্রতি আমার আস্থা আছে। দল যা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেবো। মুখ্যমন্ত্রীকে দেখে আমি রাজনীতিতে এসেছিলাম। সেই মুখ্যমন্ত্রীর একটা নির্দেশের পর ডাবগ্রাম ফুলবাড়িতে বিশৃঙ্খলার তৈরি হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই তাঁর নীতি নিয়েছেন। জুলাপি রায়কে আমি চিনি না । তার কী পরিকল্পনা জানি না। জুলাপি রায়ের অভিযোগের ভিত্তিতে সব হয়েছে। আমি চিকিৎসার জন্য বাইরে ছিলাম। আমার চিকিৎসা শেষ হয়েছে, আমি আত্মসমর্পণ করেছি । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উপর আর আস্থা আছে। ন্যায্য বিচার আমি পাবো।"