শিলিগুড়ি/জলপাইগুড়ি, 30 মার্চ: "লক্ষ্মীর ভাণ্ডারকে খালি ভাতা বা অনুদান করে রাখলে হবে না। বামেরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারকে 'আইন' করা হবে। যাতে ক্ষমতায় না-থাকলেও সেই অধিকার থেকে মা-বোনেরা বঞ্চিত না হন।" এমনটাই মন্তব্য করলেন জলপাইগুড়ির বামফ্রন্টের প্রার্থী দেবরাজ বর্মন। বারেবারে মমতা সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে নানা প্রকল্পের বিরোধিতা করে এসেছে বামেরা ৷ এবার সিপিএমের প্রার্থীর গলাতেই রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুনাম শুনে রাজনৈতিক মহলে শোরগোল।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের তরফে প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি নেতা দেবরাজ বর্মনকে। দেবরাজ বর্মন জলপাইগুড়ির মহামায়া পাড়ার বাসিন্দা। জেলার ডিওয়াইএফআই'য়ের এই নেতাকে প্রার্থী করেছে বাম শিবির। জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের সাধারণ সম্পাদক ছিলেন দেবরাজ। বর্তমানে সাহুডাঙ্গি হাইস্কুলের শিক্ষক তিনি। তাঁর বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে রয়েছেন বিধানসভা উপনির্বাচনে জয়ী তথা তৃণমূল কংগ্রেসের নির্মলচন্দ্র রায় ও গতবারের বিজেপি সাংসদ জয়ন্ত রায়। দুই তাবড় নেতার বিরুদ্ধে তরুণের এই প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে জমে উঠেছে ওই আসনের লড়াই।