যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে প্রচারে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য যাদবপুর, 17 মার্চ:যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন একেবারে শেষ অর্থাৎ, সপ্তম দফায় 1 জুন ৷ তার আগে জোরকদমে প্রচারে নেমে পড়লেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ৷ রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবানীপীঠ পর্যন্ত পদযাত্রা করলেন সিপিআইএম প্রার্থী ৷ সৃজন জানালেন, একসময় বামেদের শক্তঘাঁটি যাদবপুর লোকসভা এবার পুনরুদ্ধার করবেন তিনি ৷ সেই সঙ্গে জমা জল, পানীয় জল, খারাপ রাস্তা-সহ নানান সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিলেন তিনি ৷
তবে নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকে শাসকদল ও রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু, সৃজন ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন এখনও সেরকম চোখে পড়েনি ৷ তাহলে কি তৃণমূল ও বিজেপির ভিড়ে খালি দেওয়াল পাননি সৃজন ? যা নিয়ে বাম প্রার্থীর দাবি, দেওয়ালে নাম লিখলে, তা কয়েকদিন পরে মুছে যাবে ৷ তিনি মানুষের মনে নাম লেখার কাজ করছেন ৷ দেওয়াল লিখন, পোস্টার সব পরে করবেন ৷ একথা বলতে গিয়ে, প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দে-র বিখ্যাত , "যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে ৷ পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে ৷ হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে ৷" গানটির কথা উল্লেখ করেন সৃজন ৷
সত্যিই কি তাই ? সেটা অবশ্য পরবর্তী সময়ে বোঝা যাবে ৷ তবে, রাজ্যে দীর্ঘ সাত দফা লোকসভা নির্বাচনে খুশি বাম প্রার্থী ৷ তাঁর মতে, "তৃণমূল এক বা দু’দফায় ভোট করিয়ে লুঠের পরিকল্পনা করেছিল ৷ তাদের সেই ইচ্ছেপূরণ হয়নি ৷ ভোটের দেরি আছে ৷ কিন্তু, ময়দানে পড়ে থেকে লড়াই করতে হবে ৷ আমরা আবার যাদবপুর লোকসভা দখল করব ৷ আগেও যাদবপুরে বামেরা শক্তিশালী ছিল ৷ আমাদের বিশ্বাস এবার মানুষ আবার সেই ভরসা দেখাবেন ৷"
তবে, শুধু ভোটে জেতা নয়, ভোটে জিতে যাদবপুর লোকসভার জন্য অনেক কাজ করার রয়েছে বলে জানালেন সৃজন ৷ বিশেষত শহর, মফঃস্বল ও গ্রামীণ এই তিন জনবসতির মিশ্রণ রয়েছে যাদবপুরে ৷ ফলে তাঁর কাজটা কঠিন বলে মনে করছেন বাম প্রার্থী ৷ বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যা রয়েছে বলে জানান তিনি ৷ যেমন গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে ৷ তেমনি মফঃস্বল এলাকায় পানীয় জল ও জমা জলের সমস্যা রয়েছে ৷ আলো ও রাস্তার সমস্যাও রয়েছে বলে জানান সৃজন ৷ ভোটে জিতে সেই সবগুলি মেটার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বামপ্রার্থী ৷
আরও পড়ুন:
- মীনাক্ষীকে প্রার্থী করছে না সিপিএম! জোট নিয়ে বিকাশকে দায়িত্ব বামেদের
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ জয়ন্ত রায়
- প্রচারে জমজমাট ঘাটাল, দেবের হাসির উত্তরে হিরণের 'তোমার দেখা নাই রে'