কলকাতা, 9 এপ্রিল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ সিনিয়র ছাত্রের বিরুদ্ধে মেসে শ্লীলতাহানির অভিযোগ তুললেন তৃতীয় বর্ষের এক ছাত্রী ৷ 2022 সালের নভেম্বর মাসের ঘটনার প্রেক্ষিতে গত 4 এপ্রিল বাংলা বিভাগের প্রধানের কাছে অভিযোগ দায়ের করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী।
তিনি অভিযোগ করেন, একদিন রাতে বাড়ি ফিরতে না-পারার ফলে তিনি বাংলা বিভাগের এক সহপাঠীর সঙ্গে এডুকেশন বিভাগের পাঠরত এক সিনিয়র ছাত্রের মেসে গিয়েছিলেন। সেখানেই তিনজনে মিলে মদ্যপান করেন। তারপরেই নেশাগ্রস্ত হয়ে সিনিয়র ছাত্র ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে যুক্ত হতে চায়। এমনকী অভিযোগকারিণীর অভিযোগ, সেই সময় বাংলা বিভাগের ওই সহপাঠী তাঁকে সাহায্য না-করে ওই সিনিয়র ছাত্রকে সাহায্য করেন। ঘরের আলো নিভিয়ে সে বাইরে চলে যায়। এমনকী ওই সময় দর্শন বিভাগের ছাত্রীর পিরিয়ডস চলছিল। কিন্তু তাতেও রেয়াত করা হয়নি বলেই মেয়েটির অভিযোগ ৷ ইটিভি ভারতের তরফে লালবাজারে এনিয়ে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি ৷
পরবর্তীতে মেয়েটির আরও অভিযোগ রয়েছে, 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত বাংলা বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্কের দরুণ ওই ব্যক্তি একাধিকবার তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন বলেই অভিযোগ। এমনকী তাঁকে গর্ভনিরোধক ওষুধ খেতেও বাধ্য করা হয় বলেই অভিযোগ তোলেন মেয়েটি। এই সম্পূর্ণ বিষয়টি মেয়েটি বাংলা এবং দর্শন বিভাগের প্রধান অধ্যাপককে চিঠি দিয়ে জানান।