কলকাতা, 30 মার্চ: মিমি চক্রবর্তী ৷ 2019 সালে টলিউড থেকে সরাসরি পৌঁছে গিয়েছিলেন পার্লামেন্টে ৷ তার পর পেরিয়ে গিয়েছে পাঁচ বছর ৷ চলে এসেছে আরও একটা লোকসভা নির্বাচন ৷ এবার ভোট রাজনীতির ময়দানে অনুপস্থিত তিনি ৷ তবুও যাদবপুরের প্রতিটি ভোটকেন্দ্রিক আলোচনা থেকে রেহাই নেই তাঁর ৷ কারণ, মিমির কাজের খতিয়ানের উপর নির্ভর করেই ভোট-প্রার্থনা করতে হচ্ছে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে ৷
তৃণমূল কংগ্রেসের অবশ্য দাবি, যথাসাধ্য কাজ করেছেন সাংসদ ৷ যেকোনও প্রয়োজনে তাঁকে পাশে পেয়েছেন সাধারণ মানুষ ৷ যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানালেন, এলাকায় পানীয় জল, নিকাশি ও হাসপাতালের সমস্যার সমাধান হয়েছে ৷ তাছাড়া যখন প্রয়োজন পড়েছে, তখনই এসেছেন সাংসদ ৷ এই পাঁচ বছরের কাজ নিয়ে প্রশ্ন উঠলে মিমি চক্রবর্তী সংবাদ মাধ্যমকে সাফ বলেছিলেন, ''মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি ।''
যদিও স্থানীয় মানুষের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ ইটিভি ভারত-এর ক্যামেরার সামনে মুখ খুললেও নাম প্রকাশ করতে চাননি কেউ কেউ ৷ তেমনই একজন বলেন, ‘‘মিমির দেখা পাওয়া যায়নি । তাই এবার অন্য দলে ভরসা রাখব ।" কেউ কেউ আবার যাদবপুরের উন্নয়ন নিয়ে সাংসদ মিমি চক্রবর্তীকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন ৷ যাদবপুর এলাকার এক বাসিন্দা বলেন, "আমাদের সাংসদ ও বিধায়ক আমাদের এলাকায় অনেক কাজ করেছেন । আমরা এই দলের উপরেই ভরসা রাখব । দিদির পাশে থাকব ।" তিনিও নিজের নাম বলতে চাননি ৷
অনেকে আবার জানেনই না মিমি আদৌ কোনও কাজ করেছেন, নাকি করেননি ! তেমনই একজন সুরজ সমাদ্দার ৷ তিনি বলেন, "কিছু কাজ তো করেছেনই । না হলে এতদিন রইলেন কী ভাবে । এরপরে যিনি আসবেন, তিনি কী করেন সেটাই দেখার ।" ফলে যাদবপুরে তৃণমূলের নতুন প্রার্থী সায়নী ঘোষের উপর মানুষ ভরসা রাখবেন কি না, সেটাই এখন দেখার !
যদিও বরাবরের বামদুর্গ বলে পরিচিত এই লোকসভা আসন 2009 সাল থেকে নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু প্রতিবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে প্রার্থী বদল করেছেন ৷ কোনওবার আগের ভোটের জয়ী প্রার্থীকে পরেরবার তিনি টিকিট দেননি ৷ 2009 সালে যাদবপুরে জয়ী হন কবীর সুমন ৷ 2014 সালে তাঁকে তৃণমূল প্রার্থী করেনি ৷ বদলে সেবার এখানে তৃণমূল প্রার্থী করে সুগত বসুকে ৷ তিনি এখান থেকে জিতে সাংসদ হন ৷ 2019 সালে তাঁকে প্রার্থী না করে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ভোটে দাঁড় করানো হয় এখান থেকে ৷ এবার সায়নী ঘোষ যাদবপুরের তৃণমূলের প্রার্থী ৷