বহরমপুর, 9 মে: লোকসভার নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে প্রচার সারলেন তাঁর ভাই ইরফান পাঠান ৷ আইপিএলের ব্যস্ত 'কমেন্ট্রি সিডিউল' থেকে কয়েক ঘণ্টার ছুটি নিয়ে বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে বহরমপুরে এসে পৌঁছন ইরফান ।
তিনি বলেন, "আমার ভাই খুব সৎ এবং কঠোর পরিশ্রমী। আপনারা সকলে ওকে যেমন দেখছেন উনি তেমনিই মানুষ। আমি বিশ্বাস করি আমার দাদা জিতলে বহরমপুরের মানুষ অবশ্যই পরিষেবা পাবে।" একসময় ভারতীয় দলের নিজের 'টিম মেট' তথা নিজের দাদা ইউসুফ সম্পর্কে বলতে গিয়ে ইরফান বলেন, "বেশ কয়েক সপ্তাহ হল আপনারা আমার ভাইকে দেখছেন। তাঁর কথা শুনছেন। ভাইও আপনাদের কথা এবং সমস্যা শুনছেন। ও জিতলে এখানকার লোকেদের জন্য অবশ্যই কাজ করবে।"
তিনি আরও বলেন, "আমি বা আমার দাদা কেউই রাজনীতি থেকে উঠে আসেনি। শরীরে আঘাত থাকা সত্ত্বেও আমরা পুরো 'জান' দিয়ে দেশের জন্য লড়েছি। আমার দাদা আমার থেকেও অনেক কষ্টের দিন দেখেছে। তাই আমাদের মত লোকেরা যত রাজনীতিতে আসবে তাদের 'মাইন্ড সেট' আলাদা হবে।" বহরমপুর লোকসভা কেন্দ্রে পাঁচবারের জয়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে দাদা ইউসুফের লড়াই কতটা কঠিন তা জানতে চাইলে ইরফান বলেন, "খেলবে সবাই। কিন্তু জিতবে একজনই, সেটা আমার দাদা ইউসুফ পাঠান। আমার ভাই বিশ্বকাপ জিতেছে। আমি আশা করি লোকসভা নির্বাচনেও জিতবে।"
সাংবাদিকদের ইরফান জানান, গত 50 দিনে হয়তো আমার ভাইয়ের সঙ্গে দু'তিনবার কথা হয়েছে। কিন্তু যখনই কথা হয়েছে ও এখানকার মানুষের ভালোবাসার কথা বলেছে। আমার ভাইয়ের উপরে এখানকার মানুষের ভালবাসার বোঝা রয়েছে। আমি আশা রাখি ও সেই ভালোবাসার মর্যাদা দিতে পারবে।" পাঠান ভাইদের 'রোড-শো'য়ে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা-সহ জেলার সমস্ত শীর্ষ তৃণমূল নেতা।