পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেলে কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং সহকারী পদে লোক নিচ্ছে, আজই আবেদন করুন - IRCTC APPRENTICE RECRUITMENT 2024

কলকাতার জন্য কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA) শিক্ষানবিশ পদে লোক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল আইআরসিটিসি

IRCTC Apprentice Recruitment 2024
রেলে লোক নিয়োগ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 2:16 PM IST

নয়াদিল্লি:ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC) পূর্বাঞ্চল শাখায় অর্থাৎ কলকাতার জন্য কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA) শিক্ষানবিশ পদে লোক নিচ্ছে ৷

মাধ্যমিক বা দশম শ্রেণিতে 50 শতাংশ নম্বর এবং আইটিআই সার্টিফিকেট থাকলে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA) পদে আবেদন করতে পারবেন ৷

শিক্ষানবিশ আইন 1961-এর অধীনে পূর্বাঞ্চল শাখায় কলকাতায় কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA) পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি ৷

আইআরসিটিসি-র বিজ্ঞপ্তি (আইআরসিটিসি)

পোস্ট:কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী (COPA)

শূন্যপদ:মোট 12টি

প্রশিক্ষণের সময়কাল:12 মাস

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা দশম শ্রেণিতে 50 শতাংশ নম্বর এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ৷

বয়স: 01.10.2024 তারিখ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে 15 থেকে 25 বছরের মধ্যে ৷ তফসিল জাতি/ তফসিল উপজাতি (SC/ST) প্রার্থীরা 5 বছর এবং ওবিসি (OBC) প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন ৷ এছাড়া বিশেষভাবে সক্ষম প্রার্থীরা 10 বছর বয়সের শিথিলতা পাবেন ৷

বেতন: কম্পিউটার অপারেটর পদে প্রতি মাসে 6 হাজার এবং প্রোগ্রামিং সহকারী পদে প্রতি মাসে 7 হাজার টাকা ৷

নির্বাচন প্রক্রিয়া 2024: নম্বরের শতাংশের ভিত্তিতে প্রস্তুত করা হবে মেধা তালিকা ৷ কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না।

অনলাইনে কীভাবে আবেদন করবেন:

আবেদনকারীদের অবশ্যই তাদের নাম, পিতার নাম, জন্মতারিখ ও ম্যাধমিক বা সমতুল্য পাসের শংসাপত্রে আপলোড করতে হবে ৷

ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন ত্রুটি ধরা পড়লে আবেদন বাতিল হবে ৷

আবেদনকারীরা https://www.apprenticeshipindia.gov.in পোর্টালে করা বিশদ বিবরণ আপলোড করতে হবে ৷

আবেদনকারীদের অরিজিনাল ডকুমেন্টস ও শংসাপত্র যাচাইয়ের জন্য রিপোর্ট করতে হবে।

আবেদনকারীদের তাদের গত এক বছরের মধ্যে ইস্যুকৃত ওবিসি শংসাপত্র জমা দিতে হবে সংযুক্ত বিন্যাসে।

ABOUT THE AUTHOR

...view details