দুর্গাপুর, 18 এপ্রিল: এবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ খোদ সংগঠনের একাংশ সদস্যদের ৷ শুধু তাই নয়, নেতাদের এই কাটমানি চাওয়ার কারণে, শ্রমিকরা কাজ হারিয়েছেন বলে অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত্ব গ্যাস বটলিং সংস্থার এসটিপি বিভাগের একাংশ কর্মী অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছে ৷ অভিযোগ সংগঠনের নেতৃত্ব ঠিকাদারের থেকে কাটমানি চেয়েছে ৷ সেই ভয়ে টেন্ডার পাশ হয়ে গেলেও ঠিকাদার ভয়ে কাজ শুরু করছেন না ৷
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের অস্থায়ী এই শ্রমিকরা অভিযোগ করেছেন, ফেব্রুয়ারি মাসে টেন্ডারের কাজ শেষ হয়ে গেছে ৷ ঠিকাদার দায়িত্ব বুঝেও নিয়েছিলেন ৷ কিন্তু, গ্যাস বটলিং প্ল্যান্টে এআইটিটিইউসি-র সংগঠনের নেতারা সেই ঠিকাদারের থেকে কাজ শুরুর আগে মোটা অংকের কাটমানি চেয়েছেন ৷ আর তারপর থেকেই সেই ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন ৷ যার জেরে প্রায় 6 মাস ধরে কর্মহীন এই জনা তিরিশ অস্থায়ী শ্রমিক ৷ এনিয়ে প্ল্যান্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে, তারা জানিয়ে দিয়েছে, ঠিকাদার শ্রমিকদের নামের তালিকা না-দিলে, প্ল্যান্টে প্রবেশ করতে দেওয়া হবে না ৷