পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতৃত্ব কাটমানি চাওয়ায় খোয়া গিয়েছে কাজ ! আন্দোলনে তৃণমূল শ্রমিক সংগঠনের একাংশ - INTTUC Workers Protest

Protest Against Cut Money: কাজ হারিয়ে এআইটিটিইউসি নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনে সংগঠনের একাংশ কর্মী ৷ অভিযোগ নেতাদের কাটমানি খাওয়ার কারণে, তাঁদের কাজ নেই ৷ যার বিরুদ্ধে এবার রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের গেটের বাইরে আন্দোলন শুরু করল কাজ হারানো কর্মীরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 7:22 PM IST

দুর্গাপুর, 18 এপ্রিল: এবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ খোদ সংগঠনের একাংশ সদস্যদের ৷ শুধু তাই নয়, নেতাদের এই কাটমানি চাওয়ার কারণে, শ্রমিকরা কাজ হারিয়েছেন বলে অভিযোগ ৷ আর তারই প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত্ব গ্যাস বটলিং সংস্থার এসটিপি বিভাগের একাংশ কর্মী অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছে ৷ অভিযোগ সংগঠনের নেতৃত্ব ঠিকাদারের থেকে কাটমানি চেয়েছে ৷ সেই ভয়ে টেন্ডার পাশ হয়ে গেলেও ঠিকাদার ভয়ে কাজ শুরু করছেন না ৷

দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের অস্থায়ী এই শ্রমিকরা অভিযোগ করেছেন, ফেব্রুয়ারি মাসে টেন্ডারের কাজ শেষ হয়ে গেছে ৷ ঠিকাদার দায়িত্ব বুঝেও নিয়েছিলেন ৷ কিন্তু, গ্যাস বটলিং প্ল্যান্টে এআইটিটিইউসি-র সংগঠনের নেতারা সেই ঠিকাদারের থেকে কাজ শুরুর আগে মোটা অংকের কাটমানি চেয়েছেন ৷ আর তারপর থেকেই সেই ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছেন ৷ যার জেরে প্রায় 6 মাস ধরে কর্মহীন এই জনা তিরিশ অস্থায়ী শ্রমিক ৷ এনিয়ে প্ল্যান্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে, তারা জানিয়ে দিয়েছে, ঠিকাদার শ্রমিকদের নামের তালিকা না-দিলে, প্ল্যান্টে প্রবেশ করতে দেওয়া হবে না ৷

প্রায় 6 মাস কর্মহীন হয়ে বসে থাকার পর, আজ প্রতিবাদ আন্দোলনে নেমেছেন তাঁরা ৷ দাবি, অবিলম্বনে ঠিকাদারকে প্ল্যান্টে নিয়ে এসে কাজ শুরু করাতে হবে ৷ তা না-হলে, সংস্থার গেটের বাইরে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানোর হুঁশিয়ার দিয়েছেন ওই শ্রমিকরা ৷ যদিও, আন্দোলনকারী অস্থায়ী শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন এআইটিটিইউসি নেতা কল্লোল বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এরা আসলে কারা ? কারও পদলেহন করে এরা কাজে ঢুকেছিলেন হয়তো ! এরা তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য হলে, সমস্যাটা দলের কাছে না বলে, কেন মিডিয়াকে বলতে গেলেন ? ঠিকাদারের থেকে টাকা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন ৷"

সিটু নেতা পঙ্কজ রায় সরকার বলেন, "এরা এখন তৃণমূল কংগ্রেস নয়, এরা কাটমানি কংগ্রেস ৷ তাই এই ঘটনা নতুন কিছু নয় ৷" বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও এই ইস্যুতে তৃণমূলের শ্রমিক নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ মোটের উপর নির্বাচনের আগে সরগরম দুর্গাপুর শিল্পাঞ্চলের রাজনীতি ৷

আরও পড়ুন:

  1. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের
  2. মালদায় বার্ধক্য ভাতা করে দেওয়ার নামে কাটমানি, অভিযুক্ত সিপিএম নেতা

ABOUT THE AUTHOR

...view details