বোলপুর, 21 ফেব্রুয়ারি: 'মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা...' ৷ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে পালিত হল এই দিনটি ৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নিলেন ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশি পড়ুয়ারাও । 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' থেকে 'অমর ২১'-এর মতো গানে গানে এ দিন শোভাযাত্রায় হাঁটেন বিশ্বভারতীর পড়ুয়ারা । পরে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করা হয় ৷ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প নিবেদন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক ৷ সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভবনের আধিকারিক মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর ভট্টাচার্য প্রমুখ ৷
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিয়ে ওপার বাংলা থেকে বিশ্বভারতীতে পড়তে আসা ছাত্রীদের মধ্যে কথা ঘোষ, অমৃতা সরকার ও ময়ূরাক্ষী সান্যালরা বলেন, "ভাষা দিবসের আবেগ ও গুরুত্ব ভাষায় প্রকাশ করা যাবে না ৷ বাংলাদেশের মানুষের কাছে ভাষা দিবসের অন্য মাত্রা । এপার বাংলায় বা বিদেশের মাটিতে এই অনুষ্ঠান উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে । যদিও এই ভাষা দিবস আজ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক ভাষা দিবস ।"