Interlocking Work in Rangapani Station: পুজোর আগেই ইন্টারলকিংয়ের কাজ শুরু রাঙাপানি স্টেশনে ৷ দুর্ঘটনা এড়াতে সিগনালিং সিস্টেম ঠিক করতে চাইছে উত্তর-পূর্ব রেল ৷ সেকারণে আগামী সপ্তাহে উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হচ্ছে ৷ দেখেন নিন কোন কোন ট্রেনের রুট পরিবর্তন হচ্ছে ?
কলকাতা, 23 সেপ্টেম্বর: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর রেলের একাধিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ ইতিমধ্যেই, সেই সমস্ত গাফিলতিতে কাজ করা শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ এবার সিগনালিং সিস্টেম ঠিক করতে রাঙাপানি স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে ৷
জানা গিয়েছে, গত 16 সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়ে গিয়েছে ৷ কাজ চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত ৷ আর সেই কাজের জন্য় উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ পুজোর আবহে উত্তরবঙ্গে বেড়াতে যান বহু পর্যটক ৷ ফলে এই পরিবর্তনে খানিক সমস্যায় পড়তে হতে পারে তাঁদের ৷
ঘুরপথে চলবে কোন কোন ট্রেন ? দেখে নিন...
উত্তর-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, 16 থেকে 29 তারিখ অবধি সমস্ত ট্রেন আলুবাড়ি রোড –শিলিগুড়ি জংশন -নিউ জলপাইগুড়ি হয়ে চলবে ৷
24 থেকে 26 তারিখ পর্যন্ত নয়া রুটে চলবে 12377 শিয়ালদা – নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
29 তারিখ পথ পরিবর্তিত হয়েছে 13173 শিয়ালদা –আগরতলা-সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের
28 তারিখ পথ পরিবর্তিত হয়েছে 15643 পুরী–কামাখ্যা এক্সপ্রেসের
27 তারিখ পরিবর্তিত পথে চলবে 12509 বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেস
28 তারিখ পথ পরিবর্তন হয়েছে 13141 শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
28 তারিখ পথ পরিবর্তন হয়েছে 13147 শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের