পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুবিচারের দাবিতে ইন্দোর থেকে সোজা আরজি করে ম্যানেজমেন্ট পড়ুয়া - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে আন্দোলন চলছে রাজ্যজুড়ে ৷ আরজি কর থেকে যে আন্দোলনের শুরু হয়েছিল, এবার সেই আন্দোলনে সমর্থন জানাতে সুদূর ইন্দোর থেকে হাজির হলেন ঋত্বিক ঠাকুর ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি করের আন্দোলনে সামিল ইন্দোরের ঋত্বিক ঠাকুর ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 6:39 PM IST

কলকাতা, 16 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা সাড়া ফেলেছে দেশজুড়ে ৷ কর্তব্যরত অবস্থায় নিজের কাজের জায়গায় আক্রান্ত চিকিৎসক ! মানতে পারেনি সভ্যসমাজ ৷ বিক্ষোভ, আন্দোলন, সরকারি হাসপাতালগুলিতে সুবিচার ও নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে ৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলেছে রাজ্যজুড়ে মহিলাদের 'রাত-দখল' ৷ মৃত নির্যাতিতা চিকিৎসকের সুবিচারের দাবি উঠল এবার সুদূর ইন্দোর থেকে ৷ শুধু দাবি উঠল না ৷ সশরীরে আরজি করের আন্দোলনে হাজির ইন্দোরের ম্যানেজমেন্ট পড়ুয়া ঋত্বিক ঠাকুর ৷

আরজি করের আন্দোলনে সামিল ইন্দোরের ঋত্বিক ঠাকুর ৷ (ইটিভি ভারত)

অন্যান্য সব জুনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলন মঞ্চে বসেই বিচারের দাবি তাঁর গলায় ৷ ঋত্বিক জানান, "যাঁর সঙ্গে এই নির্মম ঘটনা ঘটেছে, তিনি আমার বোনের মতো ৷ তাই যতদিন না আমি আসল দোষীদের দেখতে পাচ্ছি, তার আগে পর্যন্ত ফিরে যাব না ৷" এই দাবি নিয়েই ইন্দোর থেকে ঋত্বিক এসেছেন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ সারাদিন আন্দোলন মঞ্চেই বসে রয়েছেন তিনি ৷ হাতে রয়েছে সুবিচারের দাবিতে লেখা পোস্টার ৷ স্লোগানে গলাও মেলাচ্ছেন তিনি ৷

প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নারকীয় সেই অপরাধের প্রায় আট দিন পার হয়ে গিয়েছে ৷ আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি ৷ এমনকি সিবিআই তদন্তভার নেওয়ার পর আজ 4 দিন পেরিয়ে গিয়েছে ৷ অভিযোগ, এখনও অধরা প্রকৃত অভিযুক্তরা ৷ আর সেই দাবিতেই চলছে বিক্ষোভ ৷ অভিযোগ উঠেছে, আরজি কর হাসপাতালের আন্দোলনকারীদের একটি দাবিও মেনে নেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফে ৷

এর মাঝেই বুধবার মধ্যরাতে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড-সহ 18টি বিভাগে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী ৷ যে ঘটনার পর আরও জোরালো হচ্ছে হাসপাতালের ভিতরের নিরাপত্তার অভাবের অভিযোগ ৷ সেই নিরাপত্তার প্রশ্ন নিয়ে বৃহস্পতিবার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে ঘেরাও করেন হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং নার্সরা ৷ পরবর্তীতে সিবিআই এসে অধ্যক্ষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ৷ কিন্তু, এত কিছুর পরেও এখনও আরজি কর মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের সুরাহা হয়নি বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details