কলকাতা, 16 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা সাড়া ফেলেছে দেশজুড়ে ৷ কর্তব্যরত অবস্থায় নিজের কাজের জায়গায় আক্রান্ত চিকিৎসক ! মানতে পারেনি সভ্যসমাজ ৷ বিক্ষোভ, আন্দোলন, সরকারি হাসপাতালগুলিতে সুবিচার ও নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে ৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলেছে রাজ্যজুড়ে মহিলাদের 'রাত-দখল' ৷ মৃত নির্যাতিতা চিকিৎসকের সুবিচারের দাবি উঠল এবার সুদূর ইন্দোর থেকে ৷ শুধু দাবি উঠল না ৷ সশরীরে আরজি করের আন্দোলনে হাজির ইন্দোরের ম্যানেজমেন্ট পড়ুয়া ঋত্বিক ঠাকুর ৷
অন্যান্য সব জুনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলন মঞ্চে বসেই বিচারের দাবি তাঁর গলায় ৷ ঋত্বিক জানান, "যাঁর সঙ্গে এই নির্মম ঘটনা ঘটেছে, তিনি আমার বোনের মতো ৷ তাই যতদিন না আমি আসল দোষীদের দেখতে পাচ্ছি, তার আগে পর্যন্ত ফিরে যাব না ৷" এই দাবি নিয়েই ইন্দোর থেকে ঋত্বিক এসেছেন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ সারাদিন আন্দোলন মঞ্চেই বসে রয়েছেন তিনি ৷ হাতে রয়েছে সুবিচারের দাবিতে লেখা পোস্টার ৷ স্লোগানে গলাও মেলাচ্ছেন তিনি ৷