কলকাতা ও জলপাইগুড়ি, 5 অগস্ট: ফের বন্ধ হয়ে গেল ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পড়েই ব্যবসার আকাশে কালো মেঘ দেখতে পাচ্ছেন ভারতের ব্যবসায়ীরা ।
পশ্চিমবঙ্গে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মধ্যে চ্যাংরাবান্ধা, পেট্রাপোল দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য হয় । সোমবার কোথাও কোনও বাণিজ্য হয়নি ৷ কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্তে দিয়ে শুধু ভারত-বাংলাদেশ নয়, ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে । ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত সিল করেছে বিএসএফ ।
ফের বাংলাদেশে কারফিউ লাগু হয়েছে । এমন পরিস্থিতিতে বাণিজ্য কোনোভাবেই সম্ভব নয় । অস্থিরতা বেড়ে যাওয়ায় সোমবার থেকে সেদেশে টানা তিনদিনের জন্য বাণিজ্য স্থগিত করার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার । রবিবারই এই ঘোষণা করা হয়েছিল ৷ ফলে সোমবার থেকে বন্ধ হয়ে গিয়েছে বাণিজ্য ৷ তা তিনদিন পর অর্থাৎ বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷
ফলে নতুন করে কবে থেকে আবার দুই দেশের মধ্যে বাণিজ্য চালু হবে, তা নিয়ে তা নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা ৷ চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু বলেন, ‘‘বাংলাদেশ থেকে বাণিজ্য বন্ধের বার্তা এপারে এসেছে । গতকাল এক ঘণ্টা আমাদের ব্যবসা হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না । গতকাল থেকেই কারফিউ চালু হয়েছে । ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ৷ ফলে যোগাযোগ করা যাচ্ছে না বাংলাদেশের ব্যব্যসায়ীদের সঙ্গে । আমাদের যে সকল ট্রাক বাংলাদেশে গিয়েছিল, তা খালি হয়ে চলে এসেছে । বাংলাদেশের ট্রাকও খালি হয়ে চলে গিয়েছে । কোনও ট্রাক চালক আটকে থাকার খবর নেই ।’’