পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ম্যারাথন তল্লাশি শেষ, 72 ঘণ্টা পর স্বরূপের ঘর ছাড়লেন আয়কর আধিকারিকরা - Income Tax Search Operation - INCOME TAX SEARCH OPERATION

IT Dept conducts raids: টানা 72 ঘণ্টা পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বের হলেন আয়কর দফতরের আধিকারিকরা ৷ সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 10:18 AM IST

Updated : Mar 23, 2024, 10:46 AM IST

কলকাতা, 23 মার্চ: টানা 72 ঘণ্টা পর মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের দক্ষিণ কলকাতার আবাসনে তল্লাশি অভিযানের পর ঘর ছাড়লেন আয়কর আধিকারিকরা ৷ বাজেয়াপ্ত করলেন একাধিক নথিপত্র-সহ বেশ কয়েকটি ইলেকট্রনিক্স ডিভাইস ৷ শুক্রবার গভীর রাতে আয়কর আধিকারিকরা ঘর ছাড়েন বলে জানা গিয়েছে ৷

মূলত দু'টি নির্মাণ সংস্থার কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে বৃহস্পতিবার হানা দিয়েছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা ৷ টানা 72 ঘণ্টা ধরে তল্লাশি অভিযান ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে ছিল কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা। নিউ আলিপুরের সাহা কলোনির ফ্ল্যাটে হানা দেন আয়কর আধিকারিকরা। তারপর থেকেই চলছিল ম্যারাথন তল্লাশি।

জানা গিয়েছে, তৃণমূলের রাজ্য সম্পাদক এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদেও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। আয়কর হানা চলাকালীন, ফ্ল্যাটের ভিতরেই ছিলেন স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাস। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আয়কার সূত্রে জানা গিয়েছে।

যদিও এই তল্লাশির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে আগেই জানিয়েছেন স্বরূপের দাদা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷ দুর্গাপুরে এক নির্বাচনী সভা থেকে বেরোনোর পথে তিনি সাংবাদমাধ্যমে বলেছিলেন "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইয়ের বাড়িতে আয়কর হানা চালানো হচ্ছে ।’’

আয়কর দফতর সূত্রে খবর, দু’টি নির্মাণ সংস্থার আয়কর সংক্রান্ত কিছু অনিয়মের অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৷ সেই নিয়েই তাঁর বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছিলেন ৷ আপাতত, যে সকল নথি ও ইলেকট্রনিক্স ডিভাইস আয়কর আধিকারিকরা নিয়ে গিয়েছেন, তা খতিয়ে দেখার পরেই পরবর্তী পদক্ষেপ কী হবে তারপরেই ঠিক হবে বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন

1. 54 ঘণ্টা পরেও জারি আয়কর হানা, ভাইয়ের বাড়িতে তল্লাশিতে ষড়যন্ত্র দেখছেন অরূপ

2. ভাইয়ের বাড়িতে আয়কর হানা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেন্দ্রকে তোপ অরূপ বিশ্বাসের

3. নিয়োগ দুর্নীতি মামলায় 14 ঘণ্টা তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথের বাড়ি থেকে বেরল ইডি

Last Updated : Mar 23, 2024, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details