পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালির ঘটনায় নন্দীগ্রাম-সিঙ্গুরকে টেনে রাজ্যকে নিশানা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের - Nandigram

Sandeshkhali incident fact finding team targeted WB Govt: সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে কড়া সমালোচনা শোনা গেল হাই-পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের গলায়। এমনকী তাঁদের যেভাবে পুলিশ আটকেছে এবং গ্রেফতার করেছে, তাও তাঁরা রাজ্যপালের কাছে তুলে ধরবেন বলে জানালেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 8:54 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: 'নন্দীগ্রাম এবং সিঙ্গুরের সময় কী কী ঘটনা ঘটেছিল তা সবাই জানে। বাংলার মানুষকে বলা হয়েছিল রাজনৈতিক পালা বদল হলেই সব কিছু বন্ধ হয়ে যাবে। তারপর এখন কী হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে!'। সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে এভাবেই কড়া সমালোচনা করল হাই-পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন হয়েছে। লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। একাধিকবার এই ধরনের নানা অভিযোগ উঠছে। তা খতিয়ে দেখতে 'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অফ হিউম্যান রাইটস ভায়োলেশন'র অন্তর্গত একটি উচ্চ পর্যায়ের দল দু'দিনের রাজ্য সফরে আসে। 6 সদস্যের সেই টিম রবিবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ভোজেরহাটে আটকে দেয়। পুলিশের সঙ্গে একাধিক বার কথার পর অবশেষে তাদের আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। এরপর বন্ডে সই করে ছেড়ে দেওয়া হয়। তারপর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা।

সাংবাদিক বৈঠকে তাঁরা এদিনের সন্দেশখালি যাওয়ার সময়ে পুলিশি বাধার কথাও তুলে ধরেন। এই প্রসঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা বলেন, "আমরা সন্দেশখালি যাচ্ছিলাম। পুলিশ আমাদের আটকায়। ওঁরা যুক্তি দেয়, ওখানে 144 ধারা লাগু আছে বলে যাওয়া যাবে না। আমরা বলি এখানে 6 জন আছেন। তার মধ্যে দুই জন মহিলা। অন্ততপক্ষে আমাদের শুধু মহিলা সদস্যদের যেতে দিন ৷ ভোজেরহাটে দুই আইপিএস অফিসার আমাদের আটকান। আমরা বলেছিলাম, আমাদের আটকানোর কারণ কী ? ওখানে তো মন্ত্রী, বিধায়করা গিয়ে ভিড় করছেন। হটাৎ করেই পুলিশ মরিয়া হয়ে আমাদের পুলিশ ভ্যানে তোলে। তারপর আমাদের লালবাজারে আনা হয়।"

এমনকী যখন নিরাপত্তার কথা বলে পুলিশ, তখন কেন্দ্রীয় বাহিনীর থাকায় কোনও সমস্যা না হওয়ার কোথাও জানায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তাঁরা বলেন, "আমরা পুলিশকে বলেছিলাম আমাদের কাছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে। নিরাপত্তার কোনও খামতি হবে না। রামনবমীতেও আমাদের সঙ্গে একই ঘটনা ঘটেছিল। আসলে পুলিশ এখানে রাজনৈতিক এজেন্ট।"

এই পুরো অভিজ্ঞতাই তাঁরা রাজ্যপালের কাছে তুলে ধরবেন বলেও জানান। এমনকী পরবর্তী সময় আবারও তাঁরা আসবেন বলেও জানিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। তাঁদের কথায়, "রাজ্যপালের সঙ্গে আমরা দেখা করব। তাঁকে সমস্ত ঘটনা খুলে বলব। খুব বাজে ব্যাবহার করা হল আমাদের সঙ্গে। বর্তমান সরকার আজকের গোটা বিষয়টা সমর্থন করছে। যার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা তাকে রক্ষা করার চেষ্টা চলছে। আমরা আবারও আসব। আবার অ্যারেস্ট হব, তাও আবার আসব।"

আরও পড়ুন

সাংসদের দেখা না-পাওয়ায় ক্ষোভ সন্দেশখালিতে, সোশাল মিডিয়ায় সাফাই গাইলেন নুসরত

বকলমে হাইকোর্ট শাহজাহানকে আগলে রেখেছে ! দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details