পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠাকুরবাড়িতে ফের উত্তেজনা, পুলিশের উপস্থিতিতে বড়মার ঘর থেকে নথি বের করলেন মমতাবালা - MAMATA THAKUR TAKES OUT DOCUMENTS

Mamata Bala Thakur takes out documents: বড়মার ঘর থেকে মমতাবালা ঠাকুরের কাগজপত্র বের করা হল পুলিশের উপস্থিতিতে ৷ সেখানেও দুই পক্ষের স্লোগানে ফের উত্তেজনা ছড়ায় ঠাকুরবাড়িতে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 7:09 PM IST

গাইঘাটা, 8 এপ্রিল: মতুয়া ভক্তদের একাংশ রবিবার বড়মা বীণাপাণি ঠাকুরের ঘরে তালা দিয়ে দেয় । সোমবার সেই ঘর থেকে বের করা হল মমতাবালা ঠাকুরের জরুরি নথিপত্র । পুলিশের উপস্থিতিতে দুই পরিবারের সদস্যরা মিলে নথিপত্র বের করেন বলে জানা যায় । সেই সময় শান্তনু ঠাকুরের অনুগামী এবং মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে ফের একদফা স্লোগানের জেরে উত্তেজনা ছড়ায় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে।

রবিবার সন্ধ্যায় মতুয়াদের বড়মা বীণাপাণি ঠাকুরের ঘরের তালা ভেঙে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । পরবর্তীতে মধ্যরাতে একাংশ মতুয়া ভক্ত বীণাপাণি ঠাকুরের ঘরে তালা মেরে দেয় বলে অভিযোগ ৷ একইসঙ্গে, তাদের তরফে দাবি তোলা হয়, এবার থেকে এই ঘরের দায়িত্ব থাকবে মতুয়া ভক্তদের হাতে । ঠাকুরবাড়ির কোনও সদস্য বড়মার ঘরে থাকতে পারবেন না বলেও দাবি করা হয় ৷ ঘরে তালা দেওয়ার ফলে মমতা ঠাকুরের সমস্ত জিনিসপত্র আটকে পড়ে ঘরের মধ্যে । আজ দুপুরে পুলিশের উপস্থিতিতে ঘরে ঢোকেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর এবং মমতাবালা ঠাকুর ।

পরে মমতা ঠাকুর জানান, তিনি শপথ গ্রহণের জন্য আগামিকাল, মঙ্গলবার দিল্লি যাবেন । সেই কারণে ঘরের মধ্যে তাঁর আটকে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র তিনি বের করে নিয়েছেন । তবে তাঁর বহু জিনিসপত্র এখনও ঘরের মধ্যেই রয়েছে । যে ঘরে তালা দেওয়া হয়েছে, সেই ঘর তাঁর বলেও দাবি করেন মমতা ঠাকুর । ফলে ঘর ফিরে পেতে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

যখন ঘরের মধ্যে সোমা ঠাকুর এবং মমতা ঠাকুর ছিলেন, সেই সময় ঘরের সামনে জমায়েত করেন শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়া ভক্তরা ৷ অন্যদিকে, মমতা ঠাকুরের অনুগামী মতুয়া ভক্তরাও একই জায়গায় এসে হাজির হন । শান্তনু ঠাকুরের অনুগামীরা শান্তনু ঠাকুরের জয়ধ্বনি দিতে থাকেন ৷ অন্যদিকে, মমতা ঠাকুরের অনুগামীরা মমতা ঠাকুরের জয়ধ্বনি দিতে থাকেন । দুই পক্ষের মধ্যে স্লোগান পালটা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঠাকুরবাড়িতে । পরিস্থিতি বেগতিক দেখে হস্তক্ষেপ করে পুলিশ । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

আরও পড়ুন

ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের, মমতাকে দুষে মোদি-অমিত শরণে শান্তনু

'মোদির গ্যারান্টি মানেই গোটা দেশকে জেল বানানো', বাঁকুড়ার সভা থেকে নিশানা মমতার

ABOUT THE AUTHOR

...view details