গাইঘাটা, 8 এপ্রিল: মতুয়া ভক্তদের একাংশ রবিবার বড়মা বীণাপাণি ঠাকুরের ঘরে তালা দিয়ে দেয় । সোমবার সেই ঘর থেকে বের করা হল মমতাবালা ঠাকুরের জরুরি নথিপত্র । পুলিশের উপস্থিতিতে দুই পরিবারের সদস্যরা মিলে নথিপত্র বের করেন বলে জানা যায় । সেই সময় শান্তনু ঠাকুরের অনুগামী এবং মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে ফের একদফা স্লোগানের জেরে উত্তেজনা ছড়ায় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে।
রবিবার সন্ধ্যায় মতুয়াদের বড়মা বীণাপাণি ঠাকুরের ঘরের তালা ভেঙে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । পরবর্তীতে মধ্যরাতে একাংশ মতুয়া ভক্ত বীণাপাণি ঠাকুরের ঘরে তালা মেরে দেয় বলে অভিযোগ ৷ একইসঙ্গে, তাদের তরফে দাবি তোলা হয়, এবার থেকে এই ঘরের দায়িত্ব থাকবে মতুয়া ভক্তদের হাতে । ঠাকুরবাড়ির কোনও সদস্য বড়মার ঘরে থাকতে পারবেন না বলেও দাবি করা হয় ৷ ঘরে তালা দেওয়ার ফলে মমতা ঠাকুরের সমস্ত জিনিসপত্র আটকে পড়ে ঘরের মধ্যে । আজ দুপুরে পুলিশের উপস্থিতিতে ঘরে ঢোকেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর এবং মমতাবালা ঠাকুর ।
পরে মমতা ঠাকুর জানান, তিনি শপথ গ্রহণের জন্য আগামিকাল, মঙ্গলবার দিল্লি যাবেন । সেই কারণে ঘরের মধ্যে তাঁর আটকে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র তিনি বের করে নিয়েছেন । তবে তাঁর বহু জিনিসপত্র এখনও ঘরের মধ্যেই রয়েছে । যে ঘরে তালা দেওয়া হয়েছে, সেই ঘর তাঁর বলেও দাবি করেন মমতা ঠাকুর । ফলে ঘর ফিরে পেতে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।