পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অচেনা ছবি এসএসকেএমের ওপিডি-তে, চিকিৎসক না থাকায় আরজি কর থেকে ফিরলেন রোগীরা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

OPD Services Interrupted in Kolkata's Hospital: আইএমএ’র ডাকে 24 ঘণ্টার কর্মবিরতি চিকিৎসকদের ৷ আরজি কর-কাণ্ডের এই প্রতিবাদের রেষ রাজ্যের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে ৷ অন্যান্য দিনের থেকে একেবারেই অচেনা ছবি এসএসকেএম-এর ওপিডি-তে ৷ দিনভর রোগী শূন্য থাকল এই হাসপাতাল ৷

OPD Services Interrupted in Kolkata's Hospital
রোগী শূন্য এসএসকেএম-এর আউটডোর ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 6:52 PM IST

Updated : Aug 17, 2024, 9:08 PM IST

কলকাতা, 17 অগস্ট: পশ্চিমবঙ্গের সেরা এবং সবচেয়ে বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা এসএসকেএম ৷ যেখানে সোম থেকে শনি তিলধারণের জায়গা থাকে না ৷ সেই এসএসকেএম-এর এক অন্য ছবি নজরে এল আজ ৷ শনিবার সকাল থেকে জনশূন্য এসএসকেএম ৷ ওপিডি-র টিকিট কাউন্টার থেকে বহির্বিভাগে ডাক্তার দেখানোর ভিড়, চেনা এসএসকেএম আজ অচেনা ৷

রোগী শূন্য এসএসকেএম-এর আউটডোর ৷ (ইটিভি ভারত)

আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদ এবং সুবিচারের দাবিতে আজ দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ সেই ডাকে সাড়া দিয়ে কলকাতার সব সরকারি ও বেসরকারি হাসপাতালের ওপিডি-তে রোগী দেখছেন না চিকিৎসকরা ৷ শুধুমাত্র জরুরি বিভাগে আসা রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে ৷ তারই প্রভাব রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতালেও ৷ এসএসকেএম-এর ওপিডি বা বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ ৷ তার বাইরে কিছু রোগীর আত্মীয় আস্তানা তৈরি করেছেন ৷

সুবিচারের দাবিতে প্রতিবাদ মঞ্চে আন্দোলনরত চিকিৎসকরা ৷ (নিজস্ব চিত্র)

বাকি সব বিভাগের বাইরেই হাতে গোনা কয়েকজন বসে রয়েছেন ৷ মূলত, যাদের রোগীরা এসএসকেএমে ভর্তি রয়েছেন চিকিৎসার জন্য ৷ একজন রোগীর আত্মীয় ইটিভি ভারতকে জানালেন, চিকিৎসকদের এই আন্দোলনে সমস্যা অবশ্যই হচ্ছে ৷ কিন্তু, আরজি করে চিকিৎসক পড়ুয়ার সঙ্গে যা ঘটেছে, তার বিহিত হওয়া প্রয়োজন ৷ সরকারের উচিত দ্রুত সেই অন্যায়ের সুবিচার করা ৷ আসল অপরাধীদের ধরে সাজা দেওয়া ৷ তাতে সামান্য সময়ের জন্য কষ্ট হলেও, সাধারণ মানুষ তা সইতে রাজি ৷

ফাঁকা আরজি করের ট্রমা সেন্টার ৷ (নিজস্ব চিত্র)

অন্যদিকে, আজ আরজি কর হাসপাতালে সকাল থেকে ওপিডি-র টিকিট কাউন্টার খোলা ছিল ৷ সেখানে রোগীরা এসে টিকিটও সংগ্রহ করেছেন ৷ কিন্তু, হাতে টিকিট দেওয়ার সময় বলে দেওয়া হচ্ছিল, "ডাক্তার বসবে কি না, তা বলা যাচ্ছে না ৷" অর্থাৎ, আইএমএ’র ডাকে চিকিৎসকদের কর্মবিরতির জেরে, ওপিডি খোলা থাকলেও পরিষেবা মেলেনি ৷ চেস্ট মেডিসিনের ডাক্তার দেখাতে এসে টিকিট পেয়েও ফিরে গেলেন এক রোগী ৷ তবে, রোগীর সংখ্যা এদিন একেবারেই নামমাত্র ছিল ৷ তবে, জরুরি বিভাগে জেনারেল ফিজিশিয়ানরা পরিষেবা দিয়েছেন ৷ তবে, বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশেষ কেস ছাড়া এ দিন একেবারেই পরিষেবা দেননি ৷

রোগী শূন্য আরজি করের ওপিডি ৷ (নিজস্ব চিত্র)

এদিন, আরজি কর হাসপাতালে এসেছিলেন প্রাক্তন পড়ুয়া তথা চিকিৎসকরা ৷ এই হাসপাতাল থেকে এমবিবিএস করে তাঁরা আজ দেশের নামী দামি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত ৷ তেমনই একজন চিকিৎসক আরজি করে আসেন ৷ যিনি বর্তমানে দিল্লি এইমসে প্রতিষ্ঠিত একজন চিকিৎসক ৷ এদিন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সংগঠনের তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় আরজি কর হাসপাতাল থেকে ৷ সেখানে রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন ৷

Last Updated : Aug 17, 2024, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details