পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে ফের ভারী বৃষ্টির সতর্কতা, এই পরিস্থিতি আর ক'দিন চলবে; জানাল হাওয়া অফিস - WEST BENGAL WEATHER UPDATE - WEST BENGAL WEATHER UPDATE

Kolkata Weather Update: আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টি পরিস্থিতি চলবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ আজ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 6:58 AM IST

কলকাতা, 21 অগস্ট: রাজ্যে ফের ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আজ দিনের আকাশ সাধারণ মেঘলা । কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

দক্ষিণ বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি বর্তমানে বাংলাদেশের মধ্যভাগ এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে অবস্থান করছে ৷ নিম্নচাপ ক্ষেত্রের সঙ্গে যে চক্রবৎ ঘুর্ণাবর্তটি রয়েছে, তা সমুদ্রপৃষ্ঠের ওপরে 7.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ৷ এই চক্রবৎ ঘুর্ণাবর্তটি আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে ৷ সক্রিয় মৌসুমী অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠের ওপরে রয়েছে ৷ বর্তমানে তা শ্রীগঙ্গানগর, রোহতক, ওরাই, চুর্ক, মালদার ওপর দিয়ে অতিক্রম করে বাংলাদেশের মধ্যভাগ এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রে মিশবে ৷ আর সমুদ্রপৃষ্ট থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে, যা ঝাড়খণ্ড ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে রয়েছে ৷

এর প্রভাবে বৃষ্টি পরিস্থিতি চলবে রাজ্যজুড়ে ৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি পরিস্থিতি চলবে ৷ মোটের ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আজ বুধবার উত্তর 24 পরগনা, নদীয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় ৷ তবে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দুই বর্ধমান ও দুই 24 পরগনায় জেলায় ৷

উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। সেখানে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা এবং কোচবিহারে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা, জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে ৷ আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা ওপরের চার জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ৷

মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 84 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 15 মিলিমিটার ৷

ABOUT THE AUTHOR

...view details