পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলায় জেলায় তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা, আরও বাড়বে তাপমাত্রা - Bengal Heatwave Alert

WB Weather Update: তীব্র গরমে জ্বলছে বাংলা ৷ এই পরিস্থিতির হাত থেকে এখনই নিস্তার নেই ৷ আগামী 5 দিনের মধ্যে প্রথম 3 দিন তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷ শনিবার পারদ চড়েছিল 45 ডিগ্রিতে ৷ তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোই ভালো ৷

WB Weather Update
তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 7:08 AM IST

Updated : Apr 21, 2024, 7:37 AM IST

কলকাতা, 21 এপ্রিল:আপাতত এই প্রাণান্তকর গরমই চলবে ৷ আজও বঙ্গবাসীকে সইতে হবে দহনজ্বালা ৷ইতিমধ্যে রাজ্যের পশ্চিমেবীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে প্রখর তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মুর্শিদাবাদে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ আগামী পাঁচদিনের পূর্বাভাসে হাওয়া অফিস জানিয়েছে, প্রথম তিনদিন তাপমাত্রা 4-7 ডিগ্রি বেশি থাকবে ৷ পরবর্তী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি বেশি থাকবে। বাকি জেলাগুলোতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুষ্ক গরম গত কয়েকবছর ধরেই মিলছিল ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মতো শুষ্ক গরম এখন কলকাতাতেও ৷ যদিও আবহাওয়াবিদরা বলছেন, "মুখ ফিরিয়ে থাকা জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিছুটা হলেও দক্ষিণবঙ্গের আকাশে প্রবেশ করতে শুরু করেছে ৷ যা অচিরেই হয়তো ঝড়-বৃষ্টির সুখবর বয়ে নিয়ে আসবে ৷" তবে তার জন্য অবশ্য ক'দিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে ৷

দক্ষিণবঙ্গের তীব্র দহনজ্বালার প্রভাব উত্তরবঙ্গেও ৷ দুই দিনাজপুর এবং মালদায় আগামিকাল তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ শনিবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85 শতাংশ এবং সর্বনিম্ন 39 শতাংশ ৷

আলিপুর আবহাওয়া অফিসের প্রকাশিত তথ্য অনুয়ায়ী, শনিবার পারদ চড়তে চড়তে 45 ডিগ্রি স্পর্শ করে ৷ দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল পানাগড় ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 8.3 ডিগ্রি বেশি ছিল, 45.1ডিগ্রি সেলসিয়াস ৷ এরপরই বাঁকুড়া, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় 44.5 ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে 7.6 ডিগ্রি বেশি ৷

জেলাসর্বোচ্চ
পানাগড়45.1 ডিগ্রি (স্বাভাবিকের চেয়ে 7.6 ডিগ্রি বেশি)
মগরা42 (স্বাভাবিকের থেকে 6.9 ডিগ্রি বেশি)
কলাইকুণ্ডা43.6 (স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি বেশি)
ব্যারাকপুর43 (স্বাভাবিকের চেয়ে 6.9 ডিগ্রি বেশি)
কলকাতা40.2 ডিগ্রি
দমদম42 ডিগ্রি
উলুবেড়িয়া40.5 ডিগ্রি
কৃষ্ণনগর41.8 ডিগ্রি
শ্রীনিকেতন42.5 ডিগ্রি
ক্যানিং42 ডিগ্রি
বর্ধমান42 ডিগ্রি
আসানসোল43.4 ডিগ্রি
পুরুলিয়া43.3 ডিগ্রি
সিউড়িতে42 ডিগ্রি
বাঁকুড়া44.5 (স্বাভাবিকের থেকে 7.6 ডিগ্রি বেশি)
* তাপমাত্রা সেলসিয়াসে বর্ণিত, রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা

আজ রবিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ তাপপ্রবাহের পরিস্থিতি একই থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. তাপপ্রবাহের সম্ভাবনা না-থাকলেও দক্ষিণে চালিয়ে ব্যাটিং গরমের, উত্তরে বৃষ্টির পূর্বাভাস
  2. আরও বাড়বে গরম! লাল সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের
Last Updated : Apr 21, 2024, 7:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details