পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুয়ারে নিম্নচাপ ! রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি, জারি কমলা সতর্কতা - IMD Weather Forecast

Weather Report and Forecast across Bengal: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র ৷ এর প্রভাবে রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কোথাও কোথাও জারি করা হয়েছে কমলা সতর্কতা ৷ পুজোতেও রয়েছে থাকতেও বৃষ্টির চোখ রাঙানি ৷

Weather Report and Forecast across Bengal
কলকাতা-সহ রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 7:25 AM IST

Updated : Sep 25, 2024, 10:05 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও বাংলায় তা বিলম্বিত ৷ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষা সাধারণত বিদায় নেয় রাজ্য থেকে ৷ কিন্তু আবহাওয়াবিদরা মনে করছেন এবারও সময়ের আগে বর্ষার বিদায়ে সম্ভাবনা কম। ফলে পুজোয় কাঁটা হতে পারে বৃষ্টি ৷ এরই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র ৷ যার জেরে আগামী কয়েকদিন কলকাতা-সহ বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ৷

বুধবার দিনের আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও ৷ আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে চলতি সপ্তাহের প্রতিদিন জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এমনকি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বৃহস্পতিবার অর্থাৎ সেপ্টেম্বর দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কয়েকটি জেলায় জারি কমলা সতর্কতা (ইটিভি ভারত)

উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ওপরের পাঁচটি জেলার মধ্যে বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে তাপমাত্রা বেশি থাকায় গত কয়েকদিন বেশ গরম অনুভূত হচ্ছে ৷ তবে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল অর্থাৎ 26 সেপ্টেম্বর ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই জায়গাগুলোতে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷ 27 সেপ্টেম্বর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কযেকটি জায়গায়। এরপর থেকে বৃষ্টি কমবে ৷ সব মিলিয়ে চলতি সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে বঙ্গের সব জেলাতেই হবে।

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 70 শতাংশ।

Last Updated : Sep 25, 2024, 10:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details