পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আগামিকাল থেকে ফের ভারী বর্ষণ পাহাড়ে! - WEST BENGAL MONSOON UPDATE - WEST BENGAL MONSOON UPDATE

Weather Forecast : বর্ষা প্রবেশ করলেও তেজ নেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ৷ ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে ৷ অন্যদিকে, পাহাড়ে আগামিকাল থেকে ভারী বৃষ্টি কমবে সাময়িকভাবে ৷ পূর্বাভাস হাওয়া অফিসের ৷

Weather Forecast
দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 7:42 AM IST

কলকাতা, 23 জুন: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা ৷ শুক্রবার প্রবেশের পর দুই 24 পরগনা, কলকাতা, নদিয়া এবং মুর্শিদাবাদের সিংহভাগ এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা গিয়েছে ৷ পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূমেরও প্রায় অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে বৃষ্টি ৷ তবে এখনই বাড়বে না বৃষ্টির পরিমাণ ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও জোরালো নয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৷ তাই আপাতত হালকা থেকে মাঝারিতেই সীমাবদ্ধ থাকবে বৃষ্টিপাত ৷ এদিকে, রবিবারের পর থেকে উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ শনি ও রবিতে যা সাময়িকভাবে কম রয়েছে ৷

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বর্ষার আগমন ঘটায় দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় দফায়-দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । আকাশ মেঘলা থাকায় সর্বোচ্চ তাপমাত্রা মাথাচাড়া দিতে পারবে না। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা নীচে থাকার সম্ভাবনা। ফলে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে । আগামী দিনদু'য়েকের মধ্যে তরাই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় প্রতিদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই ।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 65 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 1.5 মিলিমিটার । আজ, রবিবার দিনের আকাশ থাকবে মেঘলা । বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details