কলকাতা, 9 জানুয়ারি: নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে আগামিকাল । শৈত্যপ্রবাহ পরিস্থিতি রয়েছে উত্তর ভারতে । উত্তরপ্রদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত । অসমের সংলগ্ন এলাকা, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরল উপকূল সংলগ্ন আরব সাগরে রয়েছেও ঘূর্ণাবর্ত । সব মিলিয়ে পৌষের শেষে এসে ফের ভোলবদল আবহাওয়ার । কমতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা ।
আগামী তিনদিনে প্রায় একই জায়গায় থাকবে পারদ । পারদ নামবে কলকাতাতেও । আজ থেকে আরও একটু কমবে তাপমাত্রা । শুক্রবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি নেমে আসবে পারদ । কলকাতায় 12-13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে তাপমাত্রা । তবে পৌষ সংক্রান্তির আগে উত্তুরে হওয়ায় ফের বাধা পাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝায় । সেই কারণে সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়তে পারে । ফলে শীতের আমেজ জমিয়ে মিলতে শুরু করার সঙ্গে সঙ্গেই থিতু হওয়ার বদলে ধাক্কা খেতে চলেছে, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের ।
উত্তর ও দক্ষিণবঙ্গের দু-চার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা । আজও সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ইতিমধ্যেই কমতে শুরু করেছে । বিশেষ করে রাতের তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা নেমে যাচ্ছে । আগামিকাল শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে । তবে স্বাভাবিকের কাছে এলেও এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ।