কলকাতা, 15 সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টিপাত চলছে । আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে । একইসঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির লাল ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে ।
নিম্নচাপের ভ্রুকুটির সঙ্গে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় বাংলায় । এর প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে । আজও চলবে এই বৃষ্টিপাত । উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে । পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় । এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । গত 24 ঘণ্টায় নিম্নচাপ ক্ষেত্র তৈরি করেছে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় । তারপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ।
সক্রিয় মৌসুমী অক্ষরেখা রোহতকের পর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে রাঁচি, বাঁকুড়া এবং ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে । ফলে বৃষ্টি পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে, যা ইতিমধ্যে প্রভাব ফেলছে উত্তরবঙ্গেও । এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ।
|