কলকাতা, 9 জুলাই: উত্তরবঙ্গের জন্য আপাতত কোনও স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দফতর শোনাতে পারছে না। বর্ষা জাঁকিয়ে বসেছে রাজ্যে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেলেও বৃষ্টি পরিস্থিতি উত্তরবঙ্গে উন্নত হওয়ার কোনও আশা আপাতত নেই । এদিকে, ফলস্বরূপ দক্ষিণবঙ্গে কমে যাওয়া বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং দুই 24 পরগনা ও নদিয়ায় ৷
মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, চিতোরগড়, রাইসেন, মান্ডলা, রায়পুর হয়ে কলিঙ্গপত্তনম পর্যন্ত বিস্তৃত। এরপর তা আরও দক্ষিণ-পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে যা আদতে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর ফলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে রয়েছে।
- আজ, মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ৷
- আগামিকাল বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একধাপ বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৷
- বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৷ এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
- শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ৷