পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন সপ্তাহে চড়বে পারদ, উচ্চচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস - বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Update: শনি-রবি ঠান্ডার আমেজে একটু আরামেই কাটবে ৷ তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়বে ৷ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
সামনের সপ্তাহ থেকে গ্রীষ্মের আগমনী

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 7:30 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ৷ সপ্তাহের শেষ দু'দিন আজ ও আগামিকাল পারদ ফের নামবে ৷ তবে শীত বিদায় নিয়েছে ৷ আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, জানিয়েছে হাওয়া অফিস ৷ পাহাড় এবং সমতল দুই জায়গাতে শুষ্ক আবহাত্তয়া থাকবে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি কোনও অংশে বৃষ্টির সম্ভাবনা নেই ৷

আগামী সপ্তাহে ফের একটি উচ্চচাপ বলয় তৈরি হতে চলেছে ৷ তার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এরপর সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দু'টিই বাড়তে শুরু করবে ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "আগামী 3 দিন উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ কেবলমাত্র দার্জিলিংয়ে খুব হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে ৷ তবে আগামী 20-22 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কেবলমাত্র উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ এখন থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে ৷ আগামী রবিবারের পর কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রির উপরে যাওয়ার সম্ভাবনা থাকছে ৷ এক কথায় বলা যায় আর শীত ফিরে আসবে না ৷"

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 দশমিক ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ এবং সর্বনিম্ন 60 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ মূলত রৌদ্রজ্জ্বলই থাকবে ৷ তবে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. কোন রাশির জীবনে দুর্ভোগ ডেকে আনবে শনি ?
  2. রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দফতর থেকে সরিয়ে দেওয়া হল বালুকে
  3. আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের

ABOUT THE AUTHOR

...view details