পশ্চিমবঙ্গ

west bengal

বজ্রপাতের দাপট শঙ্কা বাড়াচ্ছে, বঙ্গজুড়ে বৃষ্টি পরিস্থিতি চলবে - West Bengal Weather Forecast

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 6:37 AM IST

Kolkata Weather Update: ভাদ্র মাসে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা এবং তার আশপাশের অঞ্চল ৷ এর সঙ্গে বজ্রপাত হতে পারে ৷ এ নিয়ে বারবার সচেতন করছে হাওয়া অফিস ৷

Rain in Kolkata
বৃষ্টি জারি থাকবে (ইটিভি ভারত)

কলকাতা, 23 অগস্ট: হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ তার সঙ্গে দোসর বজ্রপাত ৷ ভাদ্রমাসের বৃষ্টির এই ধরন জনজীবনকে বিপাকে ফেলার পক্ষে যথেষ্ট ৷ দক্ষিণ বাংলাদেশ এবং তার আশপাশের অঞ্চলে ঘনীভূত নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরছে ৷

এই অবস্থায় নিম্নচাপ ক্ষেত্র, চক্রবৎ ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে রাজ্যজুড়ে বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 29 অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে ৷

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে ৷ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ আজ, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা, হুগলি, দুই বর্ধমান এবং বাঁকুড়ায় ৷ উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷

রাজ্যে বজ্রপাতের আশঙ্কায় বারবার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বৃহস্পতিবার তুমুল বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাতের কারণে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের খেলা দ্বিতীয়ার্ধে হয়নি ৷ দুর্ঘটনা এড়াতেই রেফারি এবং ম্যাচ কমিশনাররা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকাই ভালো ৷ প্রসঙ্গত বজ্রপাতের কারণে চলতি বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97 শতাংশ এবং সর্বনিম্ন 81 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 4.7 মিলিমিটার ৷ শুক্রবার দিনের আকাশ মেঘলাই থাকবে । কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ABOUT THE AUTHOR

...view details