পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোড়া ঘূর্ণাবর্তের জেরে স্বস্তি বঙ্গজীবনে, বুধেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস - West Bengal Weather Forecast - WEST BENGAL WEATHER FORECAST

West Bengal Weather Forecast: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী প্রবল বৃষ্টিতে ভেসেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ৷ সঙ্গে বইছে ঝোড়ো বাতাস ৷ তাপপ্রবাহ থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী ৷ আজও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

Rain or Thundershower likely
বঙ্গে বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 6:53 AM IST

কলকাতা, 8 মে: বৃষ্টি নামল, বাংলা জুড়লো ৷ সোমবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছিল ৷ তার জেরে সর্বোচ্চ পারদ নেমে স্বাভাবিকের নীচে চলে গিয়েছিল ৷ মঙ্গলবারও বঙ্গজুড়ে ঝড়বৃষ্টির ধারা অব্যাহত ৷ ফলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রী নীচে, 32.7 ডিগ্রি সেলসিয়াসে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রিে, যা স্বাভাবিকের থেকে 5.1 ডিগ্রি কম ৷

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এতটা নীচে নেমে যাওয়ায় প্রাণান্তকর গরমের লেশমাত্র নেই ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ ৷ এদিকে টানা প্রায় তিন সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছিল বঙ্গের বিভিন্ন জায়গায় ৷ ঝলসে যাওয়ার উপক্রম হয়েছিল ৷ সেখান থেকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে যাওয়ায় স্বাভাবিভকভাবে জীবনে স্বস্তি ফিরেছে ৷

হাওয়া অফিস বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে ৷ এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত ৷ এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করছে ৷ তাতে এই বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে ৷

মঙ্গলবার দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে ৷ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে ৷ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ছিল ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া ৷

আজ বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আগামিকাল বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে ৷ সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ৷ শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ বুধবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. শান্ত থাকার পরামর্শ বৃশ্চিকের, ব্যবয়ায় সাবধান থাকতে হবে মীনকে; বাকিদের ভাগ্যে কী আছে ?
  2. রবীন্দ্রজয়ন্তীতে ব্লু লাইনে কম চলবে মেট্রো, রইল বিস্তারিত
  3. ভাগ্য নির্ধারিত হল রথি-মহারথিদের, কেমন ভোট হল দেশে ?

ABOUT THE AUTHOR

...view details