কলকাতা, 9 মে: তীব্র দহনজ্বালা থেকে আপাতত স্বস্তি ৷ এবার একটাই প্রশ্ন- এই রেহাইয়ের মেয়াদ কতদিন ? হাওয়া অফিস বলছে, আগামী সাতদিন এই আরামদায়ক আবহাওয়া বহাল থাকবে ৷ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর মধ্যে আগামিকাল, শুক্রবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে ৷ ভারী বৃষ্টি হতে পারে নদিয়া ও দুই চব্বিশ পরগনায় ৷ আগামী সাতদিনের বৃষ্টি পরিস্থিতিতে বাদ যাবে না উত্তরবঙ্গও ৷
হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে ৷ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে ৷ সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷"
তিনি আরও জানান, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, জলপাইগুড়িতে 50-60 ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ 10 মে, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৷ এর সঙ্গে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে ৷ পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার সবক'টি জেলায় বৃষ্টির পরিস্থিতির কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷