পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থ্রেট কালচার ! চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ক্লিনচিট দিল আইএমএ - BIRUPAKSHA BISWAS

থ্রেট কালচারের অভিযোগে বিরূপাক্ষ বিশ্বাস সাসপেন্ড করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। কিন্তু তদন্তের পর বৃহস্পতিবার তাঁকে ক্লিনচিট দিল আইএমএ ৷

doctor-birupaksha-biswas
বিরূপাক্ষ বিশ্বাসকে ক্লিনচিট দিল আইএমএ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 5:35 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর:ক্লিনচিট পেলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তিনি ৷ আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের ঘটনা সামনে আসে ৷ থ্রেট কালচারের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। কিন্তু তদন্তের পর বৃহস্পতিবার তাঁকে ক্লিনচিট দিল আইএমএ ৷ এর ফলে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস আগের মতই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যপদে থাকবেন।

আরজি কর কান্ডের পর জোরাল হয়েছিল বিরূপাক্ষ বিশ্বাস বিরুদ্ধে অভিযোগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল থ্রেট কালচারের। বিরূপাক্ষের বিরুদ্ধে মেডিক্যালে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগও ওঠে ৷ মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা দীন মহম্মদ অভিযোগ করেন, 2021 সালে তাঁর ছেলেকে মেডিক্যালে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 8 লাখ টাকা নিয়েছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ৷ প্রতারণার অভিযোগে একটি এফআইআর দায়ের হয়েছিল তাঁর নামে ৷

সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত বিরূপাক্ষ বিশ্বাস ৷ এমনকি, আরজি করের সেমিনারের ঘরেও সেদিন উনি ছিলেন বলে অভিযোগ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এরপরে স্বাস্থ্য ভবনের তরফে তাঁর বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হয়। সেখানে মূলত বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে থ্রেট কালচারে একাধিক অভিযোগ উঠে আসে। এরপরে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের পেনাল কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে বিরূপাক্ষ বিশ্বাসকে। কিন্তু বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না-পাওয়ায় তাঁকে ক্লিনচিট দিল আইএমএ ৷

অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কর্মকান্ডকে সামনে রেখে আরও একটি চিকিৎসক সংগঠন স্বাস্থ্যসচিবকে চিঠি দিল। সুদীপ্ত রায়কে একাধিকবার ইডি ও সিবিআই-এর মুখোমুখি হতে হয়েছে। সেই সব কথাকে সামনে রেখে তারা চিঠি দিয়েছেন স্বাস্থ্যসচিবকে। পাশাপাশি, কীভাবে অভিক দে বৈঠকে যোগ দিলেন সেই প্রশ্নও তোলা হয়েছে সংগঠনের তরফে । যদিও মেডিক্যাল কাউন্সিলের সহ-সভাপতির দাবি, কোনও অভিযোগ জমা পরেনি। সেই কারণেই তাঁকে বৈঠকে যোগ দেবার অনুমতি দেওয়া হয়েছিল ৷

পড়ুন:বিচারের দাবিতে ফেসবুক পেজ আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের, দেখা করতে চান প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গে

ABOUT THE AUTHOR

...view details