পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 শতাংশের বেশি বরদাস্ত নয়, বেআইনি ছাদ ঢালাই নিয়ে বড় ঘোষণা মেয়রের - Mayor Firhad Hakim - MAYOR FIRHAD HAKIM

New KMC Rules to Stop Illegal Construction: বেআইনি ছাদ ঢালাই 10 শতাংশের বেশি হবে না ৷ সেক্ষেত্রে কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা দেখে সর্বোচ্চ 10 শতাংশ অনুমতি দিয়ে রেগুরালইজ করা হবে। বড় ঘোষণা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৷

Mayor Firhad Hakim
বড় ঘোষণা মেয়রের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 10:20 AM IST

কলকাতা, 14 জুলাই: দীর্ঘ দিন ধরেই অসাধু প্রোমোটার চক্র বিল্ডিং প্ল্যান অনুমোদন করার পরেও অতিরিক্ত ফ্লোর ঢালাই করছে ৷ আর পুরসভা আইনের সুবিধা নিয়ে সেই সব বিপুল দামে বিক্রি করে মুনাফা লুঠছে। সেই পথে এবার ছেদ পড়তে চলেছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে যদি কেউ অতিরিক্ত ফ্লোর ঢালাই করে তার 10 শতাংশ পর্যন্তই রেগুরালাইজ হবে। সেই সিদ্ধান্তের কথা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

কলকাতায় বিল্ডিং প্ল্যান অনুমোদন করার পরেও বেআইনিভাবে আরও অতিরিক্ত ফ্লোর ঢালাই করার প্রবণতা ছিল। শোভন চট্টোপাধ্য়ায়ের আমলে রেগুরালাইজ আইন করায় এর বাড়বাড়ন্ত শুরু হয় বলে অভিযোগ। সেই বেআইনি নির্মাণে লাগাম টানতে ফিরহাদ জমানায় রেগুরালাইজ বাবাদ যে অর্থ আদায় করা হতো সেটা দ্বিগুণ করে দেওয়া হয়। তবে তাতেও প্রবণতা কমেনি বলেও জানা যাচ্ছে।

গার্ডেনরিচকাণ্ডের পর সেই ফ্লোর ঢালাইয়ের অনুমতি দেওয়া মাস কায়েক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পরে ফের নাড়া-ঘাটা শুরু করে বিবেচনা করে দেখতে। কিন্তু সম্প্রতি বিল্ডিং বিভাগের বৈঠকে ঠিক হয়েছে, বেআইনি ছাদ ঢালাই আর করতে দেওয়া যাবে না। প্রোমোটার স্বার্থ নয়, কোনও আবাসিকের কোনও ক্ষেত্রে পরিবার বেড়ে গেলে সেইটুকু যদি অতিরিক্ত করে ফেলে সেক্ষেত্রে কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা দেখে সর্বোচ্চ 10 শতাংশ অনুমতি দিয়ে রেগুরালইজ করা হবে।

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আগে হিয়ারিং অফিসের হাতে ছিল। তিনি মনে করলে বড় বেআইনি নির্মাণ রেগুরলাইজ করে দিত। আবার ছোট অংশ ভেঙে ফেলত। এই বাঁধন ছিল না। এখন আইন বদলে 10 শতাংশ করা হচ্ছে। 10 শতাংশ বেশি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে। এছাড়া ছোট জমিতে নকশা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বা সামনে ছাড়ার ক্ষেত্রে আরও বেশ কিছু নিয়ম শিথিল করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details