পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরকীয়ার জের, মন্দিরে দাঁড়িয়ে প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী - DHUPGURI EXTRAMARITAL AFFAIR - DHUPGURI EXTRAMARITAL AFFAIR

Extramarital Affairs in Dhupguri: রবিবার স্ত্রী ও তাঁর প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেন স্বামী । এরপর স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের চার হাত এক করে দেন তিনি নিজেই !

Extramarital Affairs
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 10:32 PM IST

ধুপগুড়ি, 29 জুলাই: স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী ! স্থানীয় একটি মন্দিরে স্ত্রী ও তাঁর প্রেমিকের বিয়ে দেন ওই ব্যক্তি ৷ এই খবর ছড়াতেই ওই মন্দিরে ভিড় করেন এলাকার বাসিন্দারা ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকায় । স্থানীয় সূত্রে খবর, স্ত্রীর পরকীয়ার জেরেই এমন পদক্ষেপ নেন বর্মনপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, রবিবার স্ত্রী ও তাঁর প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেন স্বামী । এরপর স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের চার হাত এক করে দেন স্বামী নিজেই!

ওই গৃহবধূর স্বামী বলেন, "প্রায় 18 বছর আগে আমাদের বিয়ে হয়েছে ৷ আমি জানতে পারি, এরা একে অপরকে ভালোবাসে ৷ আজ হাতেনাতে ধরে ফেলি ৷ তাই স্বেচ্ছায় আমি তাদের চার হাত এক করে দেই ৷" অন্যদিকে, গৃহবধূর বক্তব্য, "আমি এই যুবককে ভালোবাসি। আজ আমাদের বিয়ে দেওয়া হয়েছে ৷ আমার 13 বছরের একটি সন্তান রয়েছে ৷ সে আমার সঙ্গেই থাকবে ।"

এদিকে, ধুপগুড়িতে একের পর এক পরকীয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সদ্য এক সপ্তাহ আগেই ধুপগুড়ির সাঁকোয়াঝড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া এলাকায় স্ত্রীর পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেন এক ব্যক্তি ৷ তারপর সালিশি সভার মাধ্যমে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দেন স্বামী ! রবিবার ফের ধুপগুড়ির 15 নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকার একই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা ধুপগুড়িজুড়ে।

ধূপগুড়ি থানার পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় যুগলকে সেখান থেকে নিয়ে আসা হয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে । এ বিষয়ে এখনও কোনও অভিযোগ হয়নি । অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details