কলকাতা, 7 মার্চ:প্রথমে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন ৷ তারপর 100 ডায়াল করে পুলিশে ফোন করে আত্মসমর্পন করল স্বামী ৷ পুলিশ না আসা পর্যন্ত মৃত স্ত্রী-র পাশেই ছিল অভিযুক্ত ৷বৃহস্পতিবার বেহালার ঘটনা ৷ মৃতের নাম কৃষ্ণা দাস (27) ৷ পুলিশ এসে অভিযুক্ত স্বামী কার্তিক দাসকে গ্রেফতার করেছে ৷
খবর পেয়েই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । পুলিশ সূত্রে খবর, বেহালার 121 নম্বর ওয়ার্ডের নেতাজি সড়ক সুকান্ত পল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ৷ পেশায় মুরগি ব্যবসায়ী কার্তিক দাস । তাঁদের 5 বছরের এক কন্যা ও 12 বছরের এক পুত্র সন্তান রয়েছে ৷ খুনের কারণ জানতে প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে ৷
পুলিশি জেরায় ধৃত ব্যক্তি জানায়, অভিযুক্ত নিজেই পুলিশকে জানিয়েছে বুধবার রাত্রিবেলা শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করেছে ৷ তারপর 100 ডায়াল করে নিজেই পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে । ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর গোটা বিষয়টা আরও স্পষ্ট হবে।