সন্দেশখালি, 30 ডিসেম্বর: এক বছর আগে সন্দেশখালির মহিলারাই প্রথম শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন । বছর ঘুরতেই সেই মহিলারাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আবেগে ভাসলেন । সোমবার উত্তর 24 পরগনার সন্দেশখালির মিশন মাঠে প্রশাসনিক সভাস্থল স্থানীয় মহিলারাই ভরিয়ে দিলেন । তাঁরা অনেকেই নদী পেরিয়ে সকাল সকাল মুখ্যমন্ত্রীর সভার মাঠে পৌঁছন । আর তা দেখে আপ্লুত রাজ্যের প্রশাসনিক প্রধান ।
মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন, "মা-বোনেরা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন । আপনাদের অন্তর থেকে প্রণাম জানাই । আপনাদের পদধূলিতে সন্দেশখালির মাটি সমৃদ্ধ হয়েছে । আপনারাই আমাদের গর্ব ।"
সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর সভায় নারী শক্তির জয়জয়কার (ইটিভি ভারত) প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগে নারী নির্যাতন, জমি জবরদখল-সহ একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছিল দ্বীপ অঞ্চল সন্দেশখালি । বিশেষ করে সেই সময় মহিলারা রাস্তায় নেমে গর্জে উঠেছিলেন শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিভিন্ন অনৈতিক কাজের বিরুদ্ধে । সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে তখন ঝাঁপিয়ে পড়ে বিরোধী শিবির । তারা প্রচার করতে শুরু করে সন্দেশখালির মা-বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগে কান দেননি ৷ লোকসভা নির্বাচনের ভোট প্রচারে বসিরহাটে এসে তিনি ঘোষণা করেছিলেন, ভোটে জয়লাভের পর সন্দেশখালিতে যাবেন ।
স্থানীয় মহিলারাই ভরিয়ে দিলেন সন্দেশখালির সভা (নিজস্ব ছবি) ভোটে বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রায় তিন লক্ষ 33 হাজার ভোটে হারিয়ে সাংসদ নির্বাচিত হন । যদিও তার কিছুদিন পরে হাজি নুরুলের মৃত্যু হয় । মুখ্যমন্ত্রী সন্দেশখালির বাসিন্দাদের দেওয়া কথা রেখেছেন । সোমবার স্থানীয় অরবিন্দ মিশন মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করেন । আর সেই সভায় সোমবার সকাল থেকে সন্দেশখালির নদীপথে ঘেরা বিভিন্ন দ্বীপ থেকে হাজার হাজার মহিলা মুখ্যমন্ত্রীর সভার মাঠে হাজির হন । তাঁদের হাতে ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড ।
বেলা গড়াতেই দেখা যায়, সভার মাঠের দুই-তৃতীয়াংশ জায়গা মহিলারাই ভরিয়ে দিয়েছেন । অনেকেই সেখানে বসার জায়গা পাননি । তাঁরা মাঠের শেষ দিকে মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য দাঁড়িয়ে ছিলেন । দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছন । রাজ্যের প্রশাসনিক প্রধান সভা মঞ্চে উঠতেই করতালি দিয়ে অভিবাদন জানান সন্দেশখালির মহিলারা । আর মহিলাদের এই জনপ্লাবন দেখে আপ্লুত হন মমতা বন্দ্যোপাধ্যায় ।
সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় (নিজস্ব ছবি) বক্তব্যের শুরুতেই সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রণাম জানান । মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন । তারপর তিনি বলেন, "একদিন সন্দেশখালির মেয়েরা দেশের এক নম্বরে পৌঁছবে । আমি চাই, সন্দেশখালির কোনও মেয়ে মাধ্যমিকে প্রথম স্থান পাক । উচ্চমাধ্যমিকে প্রথম হোক । কেউ কখনও হতাশ হবেন না । সবাই ভালো থাকবেন । বিপথে পরিচালিত হবেন না । টাকা আসবে । আবার চলেও যাবে । কিন্তু সম্মান কখনও ফিরে আসবে না । সম্মান চলে গেলে সবকিছু চলে যাবে । মানুষের জীবন ক্ষণস্থায়ী । আজ আছে, কাল থাকবে না । কেউ কোটি টাকার স্বপ্ন দেখতেই পারে । কিন্তু, হঠাৎ তাঁর মৃত্যু হলে সেই স্বপ্ন অধরাই থেকে যাবে । তাই, বলব টাকার পিছনে কেউ ছুটবেন না।"
বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড হাতে মহিলারা (নিজস্ব ছবি) এদিকে, মুখ্যমন্ত্রী সন্দেশখালির মাটিতে পা রাখায় খুশি স্থানীয় মহিলারা । তবে, সরকারি প্রকল্প থেকে অনেকেই বঞ্চিত থাকায় তা নিয়ে আক্ষেপ ঝরে পড়েছে মহিলাদের একাংশের মধ্যে ৷ সন্দেশখালির বাসিন্দা অনিতা মণ্ডলের কথায়, "দিদি এখানে আসায় আমরা খুব খুশি ৷ কিন্তু কোনও সরকারি সুবিধা পাইনি আমরা ৷ নদীর ধারে বাড়ি তবে ঘরও পায়নি ৷ দিদির কাছেও যেতে পারলাম না ৷"