নদিয়া, 28 অক্টোবর: ঘূর্ণিঝড় দানার প্রভাবে অতি ভারীবৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ আর তার প্রভাব এবার ফুল চাষে ৷ গোড়ায় জল জমে নষ্ট হয়েছে ফুলগাছ ৷ তার জেরে কালীপুজোর আগে মাথায় হাত ফুলচাষিদের ৷ প্রায় একই অবস্থা মৃৎশিল্পীদেরও ৷ কালীপুজো ও দীপাবলির আগে রোদ-বৃষ্টির খেলায়, সময়ের মধ্যে মাটির প্রদীপ তৈরির কাজ শেষ হওয়া নিয়ে চিন্তায় শিল্পীরা ৷
ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, কালীপুজোর আগে প্রচুর ফুল নষ্ট হয়েছে ৷ এমনকি অতিবৃষ্টির ফলে গাছের গোড়ায় জল জমেছে ৷ ফলে ফুল গাছগুলির গোড়া পচে গিয়েছে ৷ পরিস্থিতি যা, তাতে শীতকালীন মরশুমের ফুলের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে ৷ চাষিদের দাবি, শীতকালে গাঁদা, রজনীগন্ধার মতো ফুলের চাহিদা বেশি থাকে ৷ আর নদিয়া জেলার একটা বড় অংশ জুড়ে এই ফুলগুলির চাষ করা হয় ৷ ঘূর্ণিঝড় দানার প্রভাবে হওয়া বৃষ্টিতে অধিকাংশ জমিতে জল দাঁড়িয়ে ফুল গাছ নষ্ট হয়েছে ৷ ফলে কালীপুজোর আগে ফুলের ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷