হাওড়া, 12 সেপ্টেম্বর: বাজেট অধিবেশনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টার সিটি বন্দে ভারত পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়ে জানাল ভারতীয় রেল ৷ একটি বিবৃতিতে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে দ্রুত যাতায়াতের জন্য এবং যাত্রীদের সুবিধার জন্য রেল সবসময় তৎপর রয়েছে ৷ তাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ট্রেন পরিষেবার দেওয়ার মাধ্যমে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত মানের করার জন্য ভারতীয় রেল পদ্ধপরিকর ৷ আর এই সুবিধাকে আরও বাড়াতে চালু হতে চলেছে ইন্টার স্টেট বন্দে ভারত পরিষেবা ৷
রেল সূত্রের খবর, চলতি সপ্তাহ থেকে আগামী সপ্তাহের মধ্যে হাওড়া আরও দুই জোড়া বন্দেভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে ৷ যার মধ্যে রয়েছে 22303 হাওড়া-গয়া বন্দে ভারত ও 22304 গয়া-হাওড়া বন্দে ভারত ৷ ট্রেনটি তার যাত্রাপথে হাওড়া, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পরেশনাথ, কোডার্মা হয়ে গয়া স্টেশনে থামবে ৷
ট্রেনটি হাওড়া থেকে ভোর 6 টা 5 মিনিটে ছেড়ে দুপুর 12টা 30মিনিটে গয়া পৌঁছাবে ৷ ফের ট্রেনটি গয়া থেকে বিকেল 3টে 15মিনিটে ছেড়ে রাত্রি 11টা 05মিনিটে হাওড়া পৌঁছাবে ৷ সপ্তাহে বৃহস্পতিবার বাদে অন্য ছ'দিন এই রুটে পরিষেবা চালু থাকবে ৷ এই রুটের বন্দে ভারত ট্রেনটিতে 16টি কামরা থাকবে ৷
আরেকটি বন্দেভারত 22309 /22310 হাওড়া, শান্তিনিকেতনে, রামপুরহাট, দুমকা, ননিহাট, হাঁসদিয়ামন্দারহিল, বরাহাট হয়ে ভাগলপুর স্টেশনে দাঁড়াবে ৷ 22309 হাওড়া থেকে প্রতি সপ্তাহের শুক্রবার ব্যতীত অন্যান্য দিন ভোর 7টা 45মিনিটে ছাড়বে এবং দুপুর 2টা 05মিনিটে ভাগলপুর পৌঁছাবে ৷ ওই দিনই বিকেল 3টা 20মিনিটে ভাগলপুর থেকে ছেড়ে রাত্রি 11টা 10মিনিটে হাওড়া এসে পৌঁছাবে ৷ ট্রেনটিতে 8 টি কামরা থাকবে বলেই জানিয়েছে পূর্ব রেল ৷ পরিষেবা শুরুর দিন ও টিকিটের মূল্য দ্রুত জানানো হবে, বলা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে ৷ রেল মন্ত্রক থেকে নির্দেশ পেলে দ্রুত এই ট্রেনগুলির যাত্রা আরম্ভ হবে ৷ সব রকম প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে ৷