কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের আগে রবিবারের তৃণমূলের ব্রিগেড শুধু যে চমকে ভরা ছিল না, ছিল অতি-নাটকীয়তায় মোড়াও ৷ বাংলার 42টি লোকসভা আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা হল। কালীঘাট ছেড়ে এই প্রথম জনসমক্ষে এমন ঘোষণা হল। সেটা অবাক করে দেওয়ার মতোই। পাশাপাশি, তালিকার বেশ কিছু নতুন নাম দেখে 'থ' রাজনৈতিক মহল ৷ চমকের মাত্রা আরও বাড়িয়ে কলম্বো থেকে উড়িয়ে আনা হল তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানকে। এমনও যে হয় তা কল্পনা করতে পারেননি অনেকেই।
রবিবার ইউসুফ পাঠানের নাম বহরমপুরে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে। কিন্তু ইউসুফের তৃণমূল প্রার্থী হওয়া নেপথ্যের কাহিনি হার মানাবে বলিউডের থ্রিলারকেও। রবিবারের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারও সঙ্গেই মুখোমুখি সাক্ষাৎ করেননি ইউসুফ। অবাক করার মতো হলেও মমতা-অভিষেকের সঙ্গে ইউসুফ পাঠানের প্রথম দেখা ব্রিগেডেই।
গত পরশুদিন পর্যন্ত ইউসুফ পাঠান ছিলেন কলম্বোয়। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলছিলেন। খুব স্বাভাবিকভাবেই তাঁর ধ্যান জ্ঞান সবকিছুই ছিল ক্রিকেট। তখনও তিনি জানতেন না, তাঁকে বহরমপুরে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সূত্রের খবর, গতকাল মুম্বই ফেরেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেখান থেকে এদিন সকালেই কলকাতায় আসেন। ব্রিগেডে ইউসুফ এবং তৃণমূলের স্বল্প কিছুক্ষণের আলোচনা তারপরেই প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ব্রিগেডের 330 ফুট লম্বা ব়্যাম্পে হাঁটেন। তৃণমূলের অতি বড় সমর্থকও জানতেন না ইউসুফ পাঠান বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন। আর গোটা ঘটনাটা শুধু চমক নয় অনেক নাটকীয়তায় মোড়া। ব্রিগেডের চমকপ্রদ মঞ্চ থেকে 42 জন প্রার্থীর নাম ঘোষণা হল। এটা যেমন ইতিহাস, তেমনই কলম্বো থেকে একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে উড়িয়ে এনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ব়্যাম্পে হাঁটানোও ইতিহাস।