দুর্গাপুর, 22 জুন: তৃণমূল নেতাদের মদের দোকান বন্ধের প্রতিবাদ করায় স্বামীকে ঠিকাদারির কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ । ফের তাঁকে কাজে ফেরানোর দাবি তুলেছিলেন গৃহবধূ । তার বদলে তৃণমূল নেতাদের সঙ্গে রাত্রিবাস করতে হবে বলে ওই বধূকে জানিয়েছিলেন তৃণমূল নেতারা ৷ তাহলেই স্বামীর কাজ ফিরবে ৷ সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে নোট লিখে আত্মহত্যার চেষ্টা করলেন গৃহবধূ । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় ৷
এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, "গোটা এলাকায় মদ আর জুয়ার দোকান বাড়ছে । বিল্লি, সুকুমার, বদল এবং সুনীল নামের তৃণমূলের নেতারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত । সেই মদের দোকান বন্ধ করতেই প্রতিবাদে নেমেছিলেন ওই গৃহবধূ । নির্বাচনে জেতার পরেই এলাকায় মারধর এবং অত্যাচার শুরু করেছে তৃণমূল । গৃহবধূর স্বামীকে ঠিকাদারি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল । কাজে ফিরিয়ে দেওয়ার দাবি তুললে গৃহবধূকে ওদের সঙ্গে রাত কাটাতে হবে বলে কুপ্রস্তাব দেওয়া হয় । সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে আজ এইভাবে আত্মহত্যার চেষ্টা করেছেন গৃহবধূ । তিনি এখন মৃত্যুর মুখে । দ্রুত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে ৷ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা ।"
স্থানীয় বিদায়ী কাউন্সিলর দেবব্রত সাঁই বলেন, "একটা ঝামেলা হয়েছিল শুনেছিলাম । দুই পাড়ার মধ্যে মদের দোকান নিয়ে বা অন্য কিছু নিয়ে । আমি উভয়পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও এক পক্ষ আসেনি । তারপর এতকিছু হয়েছে এই জানলাম । পুলিশ কড়া ব্যবস্থা নেবে ।"