কলকাতা, 7 জুলাই:রাজভবনের গৌরব ভূলুণ্ঠিত করা হয়েছে ৷ গুজব ছড়ানো, প্ররোচনা দেওয়ার মদত জুগিয়েছে পুলিশ ৷ তাইকলকাতার পুলিশের শীর্ষকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেন, একজন সরকারি চাকুরের যেভাবে কাজ করা উচিত, তা করছেন না কলকাতার পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার ৷ তারপরই পদক্ষেপের উদ্যোগ নিয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রক ৷
ঘটনার সূত্রপাত ভোট পরবর্তী হিংসায় আক্রান্তের রাজভবনে ঢুকতে বাধা দেওয়াকে ঘিরে ৷ রাজ্য়পাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া তাঁর রিপোর্টে জানান, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাজভবনে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে ৷ তাঁদের কাছে রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি ছিল ৷ তাও ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাজভবনে ঢুকতে বাধা দিয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা ৷
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্ত্রকে এনিয়ে বিস্তারিত রিপোের্ট পেশ করেছেন ৷ সেই রিপোর্টের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক আইপিএস আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থার নেওয়ার উদ্যোগ নিচ্ছে ৷ এই সংক্রান্ত চিঠি 4 জুলাই পশ্চিমবঙ্গ সরকারের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে ৷