কলকাতা, 9 মার্চ: চলতি শিক্ষাবর্ষে উচ্চমধ্যামিক পরীক্ষাকে সেমেস্টারে ভাগ করেছে রাজ্য সরকার ৷ ফলে এবার থেকে আর উচ্চমাধ্যমিকের কোনও টেস্ট পরীক্ষা হবে না ৷ তাহলে কীভাবে হবে তার মূল্যায়ন ? আজ তা স্পষ্ট করে দিল উচ্চশিক্ষা দফতর ৷ দু’ভাগে হবে সেমেস্টার ৷ যার প্রথম ধাপ হবে এমসিকিউ ৷ যে পরীক্ষা হবে ওএমআর শিটে ৷ আর দ্বিতীয়ভাগের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন ৷ প্রথমধাপের পরীক্ষা হবে নভেম্বর মাসে ৷ আর দ্বিতীয় ধাপ হবে মার্চে ৷ তবে, আগের নিয়মেই দু’টি পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ন করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷
সংসদ জানিয়েছে, একাদশের পরীক্ষা ব্যবস্থা এখন যেমন স্কুলের হাতে রয়েছে তেমনই থাকবে ৷ সেক্ষেত্রে একাদশের প্রথম সেমেস্টারের প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতেই হবে ৷ তবে, ওএমআর শিটে নয় ৷ এখন যেমন হয় সেভাবেই হবে ৷ পাশ-ফেলের নিয়ম উচ্চমাধ্যমিকের মতোই হবে ৷ তবে, একাদশ ও দ্বাদশের দু’টি সেমেস্টারই 70 বা 80 নম্বরের হবে, নাকি 35 ও 40 নম্বর করে হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি ৷ তবে, দু’টি স্তরের প্রথম সেমেস্টারে যা পড়ানো হবে, সেই বিষয়গুলি দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষায় থাকবে ৷ অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের মিলিত সিলেবাসে হবে শেষ পরীক্ষাটি ৷