ভোপাল, 4 জানুয়ারি: মানুষ তাদের বিয়েকে স্মরণীয় করে রাখতে নানা রকমের চেষ্টা করে থাকেন। এই কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার এক কৃষক তার বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই মতো একটি বেসরকারি বিমান সংস্থার সঙ্গে চুক্তিও করেছিলেন তিনি। সেই কোম্পানিকে অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু, সময় মতো বিয়ের দিন পৌঁছল না হেলিকপ্টার ৷ এর জেরে নিজের এলাকাতে তো বটেই, মেয়ের বাড়ির কাছেও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তাঁকে অপমানিত হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কৃষক।
জানা গিয়েছে, নর্মদাপুরমের কৃষক গিরওয়ার সিং প্যাটেল 2019 সালে বিয়ে করেন। তিনি 2 মে 2019 থেকে 3 মে 2019-এর জন্য হেলিকপ্টার ভাড়া করেছিলেন। এর জন্য 9 লক্ষ টাকাও খরচ করেছিলেন তিনি। এতে কোম্পানিকে কিছু টাকা অগ্রিমও দেওয়া হয়। অনুমতিপত্র ইত্যাদি পেতে প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছিল। কিন্তু, ওই অ্যাভিয়েশন কোম্পানির হেলিকপ্টার সময়মতো বিয়ের দিন পৌঁছয়নি বলে অভিযোগ ৷ সময় মতো হেলিকপ্টার না আসায় বরকে শেষ পর্যন্ত গাড়িতে করেই বিয়ে করতে যেতে হয়। এই ঘটনায় তাঁর আত্মীয়স্বজন ও মেয়ে পক্ষের সামনেও তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেন গিরওয়ার সিং প্যাটেল। এই পরিস্থিতিতে উপভোক্তা দফতরের দ্বারস্থ হন তিনি।