কলকাতা, 11 জুলাই: আগামী সাতদিনেও দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিস্থিতিতে বড় কোনও বদল হচ্ছে না ৷ উত্তরবঙ্গ প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আগামী সাতদিনে সেভাবে বৃষ্টি নেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আপাতত তাপমাত্রার ওঠা-নামা এইরকমই চলবে। গরম না-ফিরলেও আর্দ্রতাজনিত অস্বস্তি একই থাকবে। বায়ুমণ্ডলের নীচের স্তরে জলীয় বাষ্পের উপস্থিতি যথেষ্ট মাত্রায় রয়েছে। তার জেরেই এই আর্দ্রতা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস ৷
উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বেড়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রবল বৃষ্টি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে, কালিম্পং, কোচবিহার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর জেলাতেও। গত 24 ঘণ্টায় কুমারগ্রামে 110 মিলিমিটার, বারোবিষায় 90 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার জেলায়।
শুক্রবারও অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। বানভাসি উত্তরবঙ্গের বিপরীত ছবি দক্ষিণবঙ্গে। ক্রমেই কমছে বৃষ্টির পরিমাণ। চলতি মাসে উত্তরবঙ্গে যখন 71 শতাংশ উদ্বৃত্ত বৃষ্টি তখন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 49 শতাংশ বৃষ্টির ঘাটতি।
বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 88 শতাংশ এবং সর্বনিম্ন 58 শতাংশ। বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানা গিয়েছে।