কলকাতা, 30 এপ্রিল: বৃষ্টি-বিহীন বৈশাখী দিন। প্রখরতাপে জ্বলছে বাংলা। সমুদ্র থেকে পাহাড়, সব জায়গাতেই চড়ছে পারদ। ফলে শস্যশ্যামলা বাংলায় স্নিগ্ধ আবহাওয়ার বদলে মরু শহরের রুক্ষ গরম। অর্ধ শতাব্দীতে এমন পরিস্থিতি তৈরি হয়নি বলেই মনে করছে আলিপুর আবহওয়া দফতর।মঙ্গলবার ছিল উষ্ণতম দিন। শহরের উষ্ণতম দিনে কলকাতা নতুন নজির গড়ল। পিছিয়ে নেই কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিও। এর মাঝেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস ৷ মে মাসের শুরুতেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
কলকাতার আলিপুর ও দমদমে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের মতে গত 70 বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা। 1980 সালের 25 এপ্রিল 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। 1954 সালে এপ্রিলে 43.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দক্ষিণবঙ্গে 4 তারিখ পর্যন্ত সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাত্তয়া দফতর। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে।
একই সঙ্গে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। বর্ধমান এবং বীরভূমে রাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে এরই মধ্যে স্বস্তির খবর। দুয়ারে বৃষ্টি। যা মিলতে চলেছে আগামী 5 মে থেকে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গও দহনজ্বালায় জ্বলছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে অবশ্য বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। তবে নীচের দিকের তিন জেলা মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামী দু'দিন একই রকম থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গে। দু'দিন পর থেকে কিছুটা সমবাভাবিক হতে পারে আবহাওয়া ৷ তাপমাত্রা কমবে উত্তরবঙ্গেও। এদিন কলকাতা এবং তার আশাপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে 7.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 3.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ছিল 86 শতাংশ।