কলকাতা, 21 মার্চ:গার্ডেনরিচের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে মৃতের সংখ্যা ছুঁয়েছে 10 ৷ দুর্ঘটনা পরবর্তী সময় উদ্ধারকাজ চলাকালীন দফায়-দফায় আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় একাধিক জনের ৷ এখনও হাসপাতালে ভরতি রয়েছেন মইনুল হক(23), সাহিলুদ্দিন গাজী(21), মুসরত জাহান(35)। এঁরা সকলেই গুরুতর আহত হয়েছেন গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় ৷
রবিবারের দুর্ঘটনায় গুরুতর আহত হন মুসরত জাহানারা ৷ গুরুতর চোট লাগে তাঁর শিরদাঁড়ায় ৷ বিভিন্ন জটিল পরীক্ষার-নীরিক্ষার পর অস্ত্রোপচারের কথা বলেছেন চিকিৎসকরা ৷ বুধবার তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ৷ আপাতত তিনি এইচডিইউ (HDU)তে আছেন ৷ চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করছেন ৷ চিকিৎসকদের কথা মতো মুসরত জাহানারার শারীরিক অবস্থা স্থিতিশীল ।
রবিবার রাতের মর্মান্তিক দুর্ঘটনায় স্মৃতি এখনও টাটকা আহত মইরুলের ৷ এই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ছিল তাঁর একটি পা ৷ দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকার কারণে তাঁর পা অত্যন্ত খারাপ ভাবে জখম হয় ৷ চিকিৎসকরা অস্ত্রোপচার করার কথা বলেন ৷ সেই মতো সোমবার তাঁর পায়ের অস্ত্রোপচার হয় ৷ তবে কপাল জোরে অস্ত্রোপচার সফল হয় ৷ তাঁর পা বাদ দিতে হয় না ৷ পরবর্তীতে তাঁকে রাখা হয়েছিল ভ্যান্টিলেশনে । অবস্থা স্থিতিশীল হলেও ক্রিটিক্যাল ছিলেন। কিন্তু গতকাল রাতে তাঁকে স্থানান্তরিত করা হয় ট্রমা কেয়ার বিভাগে ক্রিটিক্যাল কেয়ারে । তাঁর শারীরিক অবস্থাও অনেকটাই স্থিতিশীল।