সন্দেশখালি নিয়ে স্থগিতাদেশ হাইকোর্টের কলকাতা, 19 ফেব্রুয়ারি: সিপিএমের করা মামলার প্রেক্ষিতে সন্দেশখালিতে 144 ধারা জারির নির্দেশ আগেই খারিজ করেছিল হাইকোর্ট ৷ এরপর 19টি জায়গার মধ্যে কয়েকটি জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করেও নেওয়া হয় প্রশাসনের তরফে ৷ এবার আগামী 7 দিনের জন্য সন্দেশখালির সমস্ত জায়গায় 144 ধারা স্থগিতাদেশের নির্দেশ দিল হাইকোর্ট ৷ সোমবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ।
144 ধারা স্থগিতাদেশের পাশাপাশি শুভেন্দু অধিকারীর দায়ের করা অন্য আরেকটি মামলায় এদিন বিরোধী দলনেতাকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট ৷ কোনওরকম উস্কানিমূলক মন্তব্য নয়, শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করা চলবে না কোনওভাবেই। এই শর্তে শুভেন্দু অধিকারীকে উত্তপ্ত সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দেন বিচারপতি চন্দ ৷ যদিও তার আগে বিরোধী দলনেতা সন্দেশখালির কোথায় কোথায় যেতে চান, সেই রুট তিন ঘণ্টার মধ্যে তাঁকে জানাতে বলা হয় ৷ এরপরই শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷
এখানেই শেষ নয় ৷ 1 ফেব্রুয়ারি পর্যন্ত সন্দেশখালিতে কতগুলো ক্রিমিনাল কেস দায়ের হয়েছে সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে হাইকোর্টের তরফে ৷ বসিরহাটের এসপি'কে এই তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন আদালতে শুভেন্দুর করা মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, "অহেতুক ঝামেলা সৃষ্টি করার, অশান্তির কি প্রয়োজন আছে? 144 ধারা জারি রয়েছে বলেই বিরোধী দলনেতাকে সেখানে যেতেই হবে এমন মনোভাব কেন?" পরিপ্রেক্ষিতে বিচারপতি চন্দ বলেন, "হাইকোর্ট তো আগেই 144 ধারা বলবৎ রাখার নির্দেশ খারিজ করেছে।" পালটা কিশোর দত্ত জানান, হাইকোর্ট নির্দেশে বলেছিল যুক্তিসঙ্গতভাবে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে 144 ধারা জারি করা যেতে পারে। কিন্তু গোটা সন্দেশখালিতে 144 ধারা জারি করে রাখা অযৌক্তিক ৷
এরপর বিচারপতির প্রশ্ন, "সন্দেশখালির ক'টা পঞ্চায়েতে 144 ধারা জারি রয়েছে? জবাবে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, মোট আটটি পঞ্চায়েত এলাকার মধ্যে সাতটা পঞ্চায়েতের কিছু কিছু অংশে জারি রয়েছে। একইসঙ্গে তিনি জানান, 144 ধারা মানে পাঁচজন এক জায়গায় জড়ো হতে পারে না। তা হলে বিরোধী দলনেতা তাঁর সঙ্গে আর একজন যেতেই পারে নিরাপত্তা রক্ষীদের নিয়ে। এরপর কিশোর দত্ত শুভেন্দু অধিকারীর আইনজীবীর দাবির বিরোধিতা করলেও শেষে বিচারপতি চন্দ বিরোধী দলনেতা কোথায় কোথায় যেতে চান, সেই রুট রাজ্যকে তিন ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ দেন।
আরও পড়ুন:
- 'নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছে পুলিশ', সন্দেশখালি নিয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্ত'র
- 'সত্যি ঘটনা সামনে আসবেই', কলকাতায় নেমেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রেখা শর্মার
- সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট