কলকাতা, 26 জুন: শহরে হকার উচ্ছেদ নিয়ে শেষমেশ মুখ খুলল কলকাতা পৌরনিগম ৷ হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার হকার অভিযান নিয়ে সাফ জানালেন, এটাই সমাধান ৷ অন্যদিকে, এই ইস্যুতেই তীব্র উষ্মা প্রকাশ করলেন হকার সংগ্রাম কমিটির সম্পাদক শক্তিমান ঘোষ ৷
বুধবার দেবাশিস কুমার বলেন, "এখন যেটা হচ্ছে সেটাই সমাধান ৷" অন্যদিকে হকার উচ্ছেদ প্রসঙ্গে হকার সংগ্রাম কমিটির সম্পাদক শক্তিমান ঘোষের স্পষ্ট অভিযোগ, দু'দিন ধরে যে বাহিনী নিয়ে হকার উচ্ছেদ অভিযান চলছে, তাতে বাম আমলে ঘটা অপারেশন সান সাইনের ছায়া দেখা যাচ্ছে ৷
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এখন কলকাতা, সল্টলেক, রাজারহাট, নিউটাউন-সহ একাধিক জায়গায় বিরাট বাহিনী এবং সঙ্গে বুলডোজার নিয়ে বেআইনি হকারদের উচ্ছেদ করছে পুলিশ ও পৌরসভার আধিকারিকরা ৷ কোথাও ভাঙা হচ্ছে ছাউনি, কোথাও আস্ত দোকান তুলে নিয়ে যাওয়া হচ্ছে ৷ কোথাও সামনের বর্ধিত অংশও খুলে দেওয়া হয়েছে ৷ পুলিশের দাপটে কার্যত দিশেহারা দিনআনা দিন খাওয়া সর্বস্বান্ত হকাররা ৷ এই নিয়েই গর্জে উঠল হকার সংগ্রাম কমিটি ৷
হকার সংগ্রাম কমিটির সম্পাদক শক্তিমান ঘোষ বাম আমলে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে হওয়া অপারেশন সান সাইনের সঙ্গেই এর তুলনা টেনেছেন ৷ তিনি বলেন, "আইন বলছে হকার কোথায় কীভাবে বসবে, তা ঠিক করার অধিকার একমাত্র টাউন বেন্ডিং কমিটির ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সেটা পুলিশকে তুলধোনা করেছেন। সব পুরোনো হকার ৷ আর এরা সকলেই এই রাজ্যের স্থানীয় লোক ৷ সল্টলেক বা নিউটাউনে যে বাহিনী নিয়ে গিয়ে ভেঙে দিয়ে হকার উচ্ছেদ করছে, তাতে অপরেশন সান সাইনের সেই পদধ্বনি শোনা যাচ্ছে ৷ যেটা মুখ্যমন্ত্রী না বললেও তাঁর প্রশাসনের লোকেরা করছে।"
এদিকে হকার সংগঠের দাবির পালটা পুলিশের সক্রিয় ভূমিকাকে সমর্থন করলেন কলকাতা কর্পোরেশনের হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার। তাঁর কথায়, "যার যা দায়িত্ব সেটা পালন করলেই সমস্যা মিটে যাবে। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যা বলেছেন বৈঠকে, পুলিশ সেটাই করেছে। হকার সংগঠনগুলি বলছেন অতিসক্রিয়তা ৷ তাঁরা দেখান কোথায় অতিসক্রিয়তা, তাহলে আমরা নিশ্চই কথা বলব। হকার যদি রাস্তায় বসেন তাহলে তাদের ট্রেড লাইসেন্স হয় কী করে ? কাউন্সিলরদের হকার বসানোর কোনও অধিকার কি আছে ? যদি অধিকার থেকে থাকে তাহলে বলুক ৷ যাঁরা এসব বলছেন, তাঁরা বাঁচার জন্য বলছেন ৷ আদৌ বাস্তব সম্মত নয়।"