সাঁইথিয়া, 29 জানুয়ারি: অনুব্রত মণ্ডলের বন্দিদশা থেকে মুক্তির প্রার্থনায় শুরু হল হরিনাম সংকীর্তন ৷ সাঁইথিয়া ব্লকের তৃণমূল যুব সংগঠন এই সংকীর্তনোর আয়োজন করেছে ৷ আয়োজকরা জানিয়েছেন, যতদিন না অনুব্রত মণ্ডল তিহাড় থেকে ছাড়া পাচ্ছেন, ততদিন চলবে এই হরিনাম ৷ উল্লেখ্য, বীরভূম জেলায় তৃণমূলের সংগঠনের দায়িত্বে থাকা কমিটির নেতা-মন্ত্রীদের নিয়ে সম্প্রতি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, সেই বৈঠকে অনুব্রতর ছাড়া পাওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ তার পরেই বীরভূম জেলায় তৃণমূল ফের নড়েচড়ে বসেছে ৷
24 জানুয়ারি বীরভূম জেলার নেতা-মন্ত্রীদের নিয়ে কালীঘাটের বাড়িতে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে একদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ক্ষমতা ছেঁটে দিয়েছেন মমতা ৷ সেই সঙ্গে তৃণমূলের সংগঠন পরিচালনার জন্য তৈরি করা কোর কমিটি ছোট করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ সূত্রের খবর, অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলেই তাঁকে পুনরায় স্বসম্মানে বীরভূম জেলার তৃণমূলের সভাপতি পদে ফেরানোর নির্দেশ দিয়েছেন মমতা ৷