কলকাতা, 22 জানুয়ারি:প্রযুক্তি থাবা বসিয়েছে শৈশবেও ৷ একটা সময় ছোটবেলা মানেই ছিল পাণ্ডব গোয়েন্দা, টিনটিন, হাঁদা-ভোদা, বাঁটুল-দি-গ্রেটের মতো কমিকসের বই ৷ শিশুদের সেই রূপ কথায় ভরা শৈববকে ফরিয়ে দিতেই এবার বইমেলা পালিত হল 'শিশুদিবস' ৷ এদিনের বিশেষ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় পাণ্ডব গোয়েন্দা অভিযান 1 ৷
সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে 47 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ প্রতিবছরই বইমেলার প্রথম রবিবার শিশুদিবস পালন করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্শ গিল্ড ৷ এবছরও তার অন্যথা হয়নি ৷ এ বছর সাড়ম্বরে পালিত হল শিশুদিবস ৷ এদিন লেখক ষষ্ঠীপদ চট্টপাধ্যায়ের অমর সৃষ্টি পাণ্ডব গোয়েন্দা অভিযান 1 বইটি মেলায় আসা শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে । প্রায় 10 হাজার বই তুলে দেওয়া হয়েছে শিশুদের হাতে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক ও সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় ও সম্পাদক সুধাংশু শেখর দে, লেখক প্রচেত গুপ্ত । এদিন গিল্ডের দফতরের সামনেই এই বই শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে ।
এ প্রসঙ্গেই কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "প্রতিবছর শিশু দিবস পালন করি। এবছর পাণ্ডব গোয়েন্দা দিচ্ছি। তার সঙ্গে একটা রাসবিহারী বসুর জীবনী দিচ্ছি । আগামিদিনে ভেবেছি বাচ্চাদের জন্য একটা আলাদা বইমেলা করার । অধিকাংশ শিশুই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।মোবাইল ছাড়া উপায় নেই ৷ পড়াশোনাও হয় মোবাইলের মাধ্যমে। পাঠ্য বই ছাড়া অন্য ধরনের বইয়ের সঙ্গে এখনকার বাচ্চাদের সম্পর্ক তেমন নেই । বাবা মায়েদের কাছে অনুরোধ সন্তানদের যেন বই পড়ার অভ্যাস করেন।"